নজিপুর পৌর বাজার
নওগাঁয় ৫ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলা উপজেলায় ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরেউপজেলার নজিপুর পৌর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-পত্নীতলা উপজেলার পুইয়্যা গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের শ্রী ভারুভূষণ সরকারের ছেলে শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু(৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।
আরও পড়ুন: বরিশালে শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক
র্যাব জানায়, সোমবার জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি জাল অটো সিন, বিভিন্ন সিন ১৫০টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিক্যাল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিক্যাল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ চিকিৎসার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোনো ধরণের ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এদের কেউ শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন।
আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ঢাকায় আটক ৪
২ বছর আগে