অতিরিক্ত ভর্তি ফি
অতিরিক্ত ভর্তি ফি: মনিটরিং কমিটির স্কুল, কলেজ পরিদর্শন শুরু
দেশের বিভিন্ন স্কুল-কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায় রোধে মনিটরিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যবৃন্দ সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ২০২৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনু্যায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কি না তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন।
আরও পড়ুন: দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গঠিত ১৬টি মনিটরিং কমিটি, ঢাকা মহানগর এলাকায় আটটি বিভাগীয় কমিটি, ৫৫টি জেলা মনিটরিং কমিটি ও উপজেলা মনিটরিং কমিটিও সরকারি নীতিমালা লঙ্ঘন খতিয়ে দেখতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
২ বছর আগে