দ্রুতগতি
অলিম্পিক গেমসের উদ্বোধনের দিনে ফ্রান্সে অগ্নিসংযোগ, দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত
অলিম্পিক গেমসের উদ্বোধনীর দিনে অগ্নিসংযোগের কারণে ফ্রান্সের আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলীয় রুটে টিজিভি হাইস্পিড ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) সকালে দেশটির জাতীয় রেল কোম্পানি এসএনসিএফ এই তথ্য জানিয়েছে।
এসএনসিএফ জানায়, এই হামলায় অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিপুল সংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের আবেদনে ফ্রান্স-বেলজিয়ামের সমর্থন
দেশটির ক্রীড়া এবং অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস মন্ত্রী অ্যামেলি ওডিয়া-কাস্তেরা স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভিকে জানান, এর কারণে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনে বিঘ্ন ঘটতে পারে এবং ছুটির দিনেও এটি অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশটির পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বিএফএমটিভিকে বলেন, 'আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে দেখা যাচ্ছে হামলার ঘটনাগুলো পরিকল্পিত।’
এসএনসিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, এসএনসিএফ কারিগরি দল সমস্যাটি শনাক্ত ও মেরামত শুরু করার জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব রুটটি ক্ষতিগ্রস্ত হয়নি।
আরও পড়ুন: ২০৩০ সালের শীতকালীন ও প্যারা অলিম্পিক আয়োজন করবে ফ্রান্স
৩ মাস আগে
সবচেয়ে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে বাংলালিংক
উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশের ‘দ্রুততম মোবাইল নেটওয়ার্কের’ স্বীকৃতি হিসেবে ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
গত চার বছর ধরে নিয়মিতভাবে বাংলালিংক এই পুরস্কার পেয়ে আসছে। এই স্বীকৃতি বাংলালিংকের নির্ভরযোগ্য ও মানসম্মত নেটওয়ার্ক সেবা দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতিকে নির্দেশ করে।
৩২ দশমিক ৬৫ এমবিপিএস স্পিড স্কোর নিয়ে ২০২৩ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে গত চার বছরে টানা অষ্টমবারের মতো প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
ওকলা স্পিডটেস্ট অ্যাপ থেকে প্রতিদিন সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়। নেটওয়ার্কের সক্ষমতা, মান ও উপযোগিতা সঠিকভাবে জানার জন্য বিশ্বব্যাপী এটি সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপ।
আরও পড়ুন: বাংলালিংক ইনোভেটর্স ৪.০ বিজয়ী দলের নাম ঘোষণা
এই অর্জন সম্পর্কে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংকের গ্রাহককেন্দ্রিক নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, মানুষের আস্থাভাজন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা দেওয়ার জন্য আমরা নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে নেটওয়ার্কের বিস্তৃতি দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলালিংক দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের সেবার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের পথ প্রশস্ত করছে। এছাড়াও, টেলিকম সেক্টরে ইন্টারনেট সেবার উৎকর্ষ সাধনের ক্ষেত্রে বাংলালিংক একটি মানদণ্ড স্থাপন করেছে।
ওকলার প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন, স্পিডটেস্টের মাধ্যমে গ্রাহকদের অংশগ্রহণমূলক পরীক্ষা নিরীক্ষা গভীরভাবে বিশ্লেষণ করার পর, বাংলালিংককে দেশের ‘দ্রুততম মোবাইল নেটওর্কের’ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে টানা আট বার শুধু বাংলালিংক ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে।
স্টিফেন আরও বলেন, ২০২৩ সালের তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিকে বাজারে নেটওয়ার্ক সেবাপ্রদানকারী সব মোবাইল নেটওয়ার্কের গতি ও কর্মক্ষমতা তুলনার ভিত্তিতে শুধু একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে এই পুরস্কার দেওয়া হয়।
তিনি বলেন, বাংলালিংককে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এটি গ্রাহকদের জন্য বাংলালিংক-এর মান সম্পন্ন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা দেওয়ার একনিষ্ঠ প্রচেষ্টারই ফলাফল।
দেশজুড়ে চার কোটি ৩০ লাখের বেশি দ্রুতবর্ধনশীল গ্রাহকসংখ্যা ও ১৬ হাজার মোবাইল টাওয়ার নিয়ে গড়ে ওঠা গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দকারী মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংকের জন্য এই অর্জনটি নিঃসন্দেহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল শুরু করেছে বাংলালিংক ও টেলিটক
ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা
৮ মাস আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো বিআরটিসির বাস
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চালু হলো বাসসেবা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বিআরটিসির আটটি বাস দিয়ে শুরু হলো এ সেবা।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির এ বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
আরও পড়ুন: আরেকটি স্বপ্ন পূরণ হলো: দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর বেলা ১১টা ২৫ মিনিটে প্রথম বাস উত্তরা জসীমউদ্দীন রোডের উদ্দেশে ছেড়ে যায়।
ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে।
এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে। মাঝপথে বাসে উঠানামার কোনো সুযোগ নেই।
এ জন্য বিআরটিসির বাসগুলো কোথাও না থেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর ল্যান্ডিং পয়েন্টগুলোতে যানজট
যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় চা-বিক্রেতা নিহত
চুয়াডাঙ্গায় দ্রুতগতির ট্রাকচাপায় এক চা-বিক্রেতা নিহত হয়েছে।
জেলার পৌর এলাকার শহীদ আবুল কাশেম সড়কের এক হোটেলের সামনে বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চা-বিক্রেতা আব্দুল জব্বার (৪২) চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মৃত বোরহান উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের চা-বিক্রেতা আব্দুল জব্বার রাতে বড় বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন। এসময় হোটেল সাহিদ প্যালেসের সামনে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে পেছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল জব্বার। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২
১ বছর আগে