বাংলাদেশ জামায়াতে ইসলামী
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা খুব বেশি সময়ও দিতে চাইনা। আবার খুব কম সময়ও দিতে চাইনা। যৌক্তিক সময়ের দাবি আমাদের।
আরও পড়ুন: ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়: জামায়াতের আমীর
শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে হাজী শরীয়ত উল্লাহ্ এতিম খানার আব্দুল ওয়াহিদ হলরুমে অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী নির্বাচনি ইশতেহার প্রকাশ করবে।
আরও পড়ুন: ১৩ বছর পর কেন্দ্রীয় কার্যালয় খুলল জামায়াতে ইসলামী
কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসেন।
কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন।
আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতায় আ. লীগ নেতা ও তার লোকজনের হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জামায়াতের
২ সপ্তাহ আগে
সফল নির্বাচনের জন্য আগে সংস্কার চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, তাদের দল দুটি সুস্পষ্ট সময়সীমা প্রস্তাব করেছে- একটি কার্যকর সংস্কার বাস্তবায়নের জন্য এবং অন্যটি নির্বাচন অনুষ্ঠানের জন্য।
শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'সংস্কারের রোডম্যাপ থাকবে এবং নির্বাচনের ওপর আরেকটি রোডম্যাপ থাকবে। সংস্কার সফল হলে নির্বাচনও সফল হবে। এজন্য আমরা এই দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি। তাদের সঙ্গে আরও সংলাপ হবে।’
আরও পড়ুন: জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের
জামায়াত আমির সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবে।
পূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়কে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহায়তা করার জন্য সরকারের জনগণের সঙ্গে অংশীদারিত্ব প্রয়োজন।
তিনি বলেন, ‘সরকার ও জনগণের মধ্যে অংশীদারিত্বের প্রয়োজন। সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। সরকার, দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে আমাদের হিন্দু ভাই-বোনেরা অভূতপূর্বভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির সংলাপের পর জামায়াতের আমিরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে।
আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতায় আ. লীগ নেতা ও তার লোকজনের হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জামায়াতের
১ মাস আগে
সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে সমর্থকদের বিক্ষোভ: শাহবাগে মোটরসাইকেলে আগুন
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সামনের সড়কে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অন্তত দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ভোর সাড়ে ৫টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
এ সময় তারা সাঈদীর জানাজা ঢাকায় করার দাবি জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলোয়ার হোসেন সাঈদী।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী
চট্টগ্রামে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস, মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার
১ বছর আগে
শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় দলটি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা এই চিঠি জমা দেন।
চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় আমরা ১ আগস্ট আমাদের নির্ধারিত সমাবেশ করতে পারিনি। তাই আমরা শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেই।’
আরও পড়ুন: ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত
চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় জামায়াত
১ বছর আগে
সিলেটে ২১ জুলাই সমাবেশের ঘোষণা জামায়াতের
সিলেট নগরীর রেজিস্টারি মাঠে ২১ জুলাই সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন যে সিলেট মহানগর জামায়াতের ১০ দফা দাবি নিয়ে আজ (১৫ জুলাই) সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা করা যায়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফেজ আনোয়ার হোসেন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ প্রমুখ।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে আ.লীগের কোনো যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী
জামায়াতকে দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করার বিষয়ে বলিয়েছে বিএনপি: হাছান মাহমুদ
১ বছর আগে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শনিবার (১০ জুন) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে।
সমাবেশের কারণ হিসেবে থাকছে দলটির আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত সারাদেশে নাশকতার ছক এঁকেছে: তথ্যমন্ত্রী
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জন কারাগারে
১ বছর আগে
বনানী থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক
রাজধানীতে বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানী ওয়্যারলেস গেট নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় জামায়াতের লোকজনকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৪
বিএনপির আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে জামায়াত নতুন কর্মসূচি নিয়ে এসেছে। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম দুই কর্মসূচিতে অংশ নেয় তারা। এরপর দলগুলো তাদের নিজস্ব পথে এগোয়।
২৫ মে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণার পর জামায়াত অন্ধকার থেকে বেরিয়ে এসে ৫ জুন বায়তুল মোকাররমে কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এতে তারা পুলিশের অনুমতি নিতে পারেনি। এরপর তারা ১০ জুন একই স্থানে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে, যার জন্য তারা আশা প্রকাশ করেছে।
আরও পড়ুন: পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জন কারাগারে
১ বছর আগে
জামায়াতের আমির জানতেন তার ছেলে জঙ্গি সংগঠনের সদস্য: সিটিটিসি প্রধান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নতুন গঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে তার ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহর জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান এ দাবি করেছেন।
সিটিটিসি প্রধান বলেন, জামায়াতের আমির জানতেন যে তার ছেলে জঙ্গিবাদে জড়িত। ‘কিন্তু তিনি নীরব ছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এ তথ্য জানাননি।’
তিনি বলেন, ‘যদি কেউ জঙ্গিবাদে জড়ানোর পর স্বাভাবিক জীবনে ফিরতে চায়, পরিবার আবেদন করে, তাহলে বিবেচনা করা যেতো। কিন্তু তিনি (শফিকুর রহমান) আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে পুরো বিষয়টি গোপন করেছিলেন।’
গত ৯ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিকুর রহমানের ছেলে রাফাতসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: হাজিগঞ্জে ১১ নারী ‘জামায়াত কর্মী’ আটক
রাফাত আনসার আল ইসলামের সদস্য ছিলেন এবং তাদের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দেয়ার জন্য কিছু সমর্থক সংগ্রহ করেছিলেন।
সিটিটিসি প্রধান দাবি করেছেন, সম্প্রতি বাড়ি ছেড়ে আসা একদল যুবক রাফাতের নেতৃত্বে বান্দরবানে যায়, সেখান থেকে তারা পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য সিলেটে যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে ১৩ ডিসেম্বর জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
১৭ ডিসেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াত প্রধানের দ্বারা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে সমর্থন ও অর্থায়ন করার প্রমাণ পেয়েছে পুলিশ।
এদিকে ঢাকার আদালত থেকে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে সিটিটিসি প্রধান আজ (বৃহস্পতিবার) বলেন, ‘এখনও বলার সময় আসেনি। তারা এখনও দেশ থেকে পালাতে পারেনি।’
আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনকে মদদ দিচ্ছেন জামায়াতের আমীর: ডিএমপি কমিশনার
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে ২ পুলিশ আহত
১ বছর আগে