ভলিবল চ্যাম্পিয়নশিপ
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষদের আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে।
চারটি দেশ-নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান এবং স্বাগতিক বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চার জাতি সম্মেলনের উদ্বোধন করেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী এম তাজুল ইসলাম।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের (বিভিএফ) সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
আরও পড়ুন:বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ: লিটল ফ্রেন্ডসকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কেএসের ভালো শুরু
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিএফের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বিভিএফ সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী প্রমুখ।
উদ্বোধনী দিনের দু’টি ম্যাচে, বাংলাদেশ খেলছে নেপালের সঙ্গে আর শ্রীলঙ্কা খেলছে কিরগিজস্তানের বিপক্ষে।
আরও পড়ুন: কক্সবাজারে বিচ ভলিবল প্রতিযোগিতা শুরু
১ বছর আগে