কিরগিজস্তান
কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
কিরগিজস্তানে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার বিকাল ৬টার দিকে বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কিরগিজস্তানের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রধান অধিদপ্তরের প্রেস সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে প্রচণ্ড গতিতে চলা একটি গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে যায়। গাড়িটি সামনের লেনে ঢুকে প্রথমে একটি মিনিবাসের সঙ্গে এবং পরে অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
৩ মাস আগে
কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ বাংলাদেশের
কিরগিজ প্রজাতন্ত্রের জন্য স্বীকৃত উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলেছে, কিরগিজস্তানের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে বাংলাদেশি শিক্ষার্থীদের এই মুহূর্তে বাড়ির ভেতরে থাকতে এবং এ সংক্রান্ত যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য জরুরি নম্বরে- +৯৯৮৯৩০০০৯৭৮০ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের অনবদ্য প্লাটফর্ম নারী স্পিকারদের সামিট: স্পিকার
শনিবার(১৮ মে) রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বিশকেকে সাম্প্রতিক গণসহিংসতার বিষয়ে যোগাযোগ রাখছে বলে।
দূতাবাস এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রাখছে।আরও পড়ুন: কিরগিজস্তানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
৭ মাস আগে
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর সহিংস জনতা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিশকেকে পাকিস্তানের মিশন জানিয়েছে, শুক্রবার(১৭ মে) রাতে শুরু হওয়া সহিংসতার মধ্যে বিশকেকের কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা হয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা বসবাস করেন।
কিরগিজ সরকার জানিয়েছে, ১৭-১৮ মে রাতে বিশকেকে জনতার সহিংসতায় বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ২৮ জন আহত হওয়ার পর চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এই সহিংসতার বিষয়ে পাকিস্তান ও ভারত কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশ দুটি বিশকেকে তাদের শিক্ষার্থীদের বাড়ির ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করেছিল।
রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে, ১৩ মে মিশরের মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ ছাত্রদের বিবাদের একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর এই সহিংসতা শুরু হয়।
যাদের মারধর করা হয়েছে তারা কিরগিজ যুবক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা দাবি করার পর শুক্রবার রাতে বিশকেকের বেশ কয়েকটি স্থানে উত্তেজিত জনতা জড়ো হয়।
শনিবার বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী তাদের নিরাপত্তার জন্য ইউএনবির কাছে সহায়তা চেয়েছিলেন।
স্থানীয় সময় শনিবার(১৮ মে) এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।
কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির শনিবার সন্ধ্যায় ইউএনবিকে বলেন, ‘আমরা এখানে পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।’
সামিয়া আরও বলেন, 'কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ... সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে।’
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, 'আমরা শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শেয়ার করব। উজবেকিস্তানে আমাদের মিশন বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর আমরা পাইনি। আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন: র্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে: স্টেট ডিপার্টমেন্ট
এদিকে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে বিশকেকের পরিস্থিতি 'পুরোপুরি শান্ত এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে।’
নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা গণমাধ্যমের প্রতিনিধি, ব্লগিং সম্প্রদায় এবং বিদেশি সহকর্মীদের শুধুমাত্র কিরগিজ প্রজাতন্ত্রের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সরকারি এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে খবর পরিবেশন করতে বলেছে।
আরও পড়ুন: বৈশ্বিক সমস্যার বৈশ্বিক সমাধান প্রয়োজন: অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক ব্রিটিশ মন্ত্রী
৭ মাস আগে
এশিয়ান গেমস দাবা: কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হারল বাংলাদেশ
শনিবার চীনের হাংঝুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে দাবার দ্বিতীয় রাউন্ডে পুরুষদের দলগত ইভেন্টের ম্যাচে কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান কিরগিজস্তানের আইএম মার্কভ মিখাইলকে এবং বাংলাদেশের জিএম জিয়াউর রহমান কিরগিজস্তানের এফএম সেজদবেকভ রুসলানকে পরাজিত করেন।
আরও পড়ুন: এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
দিনের অন্য দুই ম্যাচে জিএম এনামুল হোসেন রাজিব ও জিএম নিয়াজ মুর্শেদ কিরগিজস্তানের ইএম ওরোজবায়েভ এলদিয়ার ও এফএম ঝাকশিলিকভ এরজানের কাছে পরাজিত হন।
আরও পড়ুন: এশিয়ান নারী ফুটবল: বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ
১ বছর আগে
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষদের আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে।
চারটি দেশ-নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান এবং স্বাগতিক বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চার জাতি সম্মেলনের উদ্বোধন করেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী এম তাজুল ইসলাম।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের (বিভিএফ) সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
আরও পড়ুন:বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ: লিটল ফ্রেন্ডসকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কেএসের ভালো শুরু
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিএফের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বিভিএফ সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী প্রমুখ।
উদ্বোধনী দিনের দু’টি ম্যাচে, বাংলাদেশ খেলছে নেপালের সঙ্গে আর শ্রীলঙ্কা খেলছে কিরগিজস্তানের বিপক্ষে।
আরও পড়ুন: কক্সবাজারে বিচ ভলিবল প্রতিযোগিতা শুরু
২ বছর আগে