৯ জনের কারাদণ্ড
খুলনায় জেলি মেশানো ৪৩০ কেজি চিংড়ি জব্দ, ৯ জনের কারাদণ্ড
বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে ক্ষতিকর জেলি মিশ্রণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে একজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৯ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানে ৪৩০ কেজি চিংড়ি, ৭০ কেজি জেলি ও সাতটি সিরিঞ্জ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেবহাটার বাবু বিশ্বাসকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নূরজাহান, মনোয়ারা, তাহমিনা, আছিয়া, নূর নাহার, মমতাজ, বুলি দাস, হাসিনা শেখ, রইমনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় জেল-ইনজেক্টেড চিংড়ি জব্দ, আটক ১৮
বৃহস্পতিবার র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বিকাল ৩টায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করায় ১০ জনকে আটক করা হয়। এছাড়া দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেয়া হয়।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি, যা দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
আরও পড়ুন: চাঁদপুরে ২০ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
১ বছর আগে