অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক
পর্তুগালের পার্লামেন্টের উভয় দেশের বন্ধুত্বে প্রথম গ্রুপ গঠন
পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক (পার্লামেন্ট) পর্তুগাল-বাংলাদেশ বন্ধুত্বের জন্য প্রথম ১০ সদস্যের সংসদীয় গ্রুপ গঠন করেছে।
শুক্রবার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিকের ভাইস-প্রেসিডেন্ট (পার্লামেন্টের ডেপুটি স্পিকার) ড. আদাও সিলভা লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পর্তুগালের (বর্তমান) ১৫তম পার্লামেন্টের জন্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের হালনাগাদ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশসহ ৫৮টি দেশও এই তালিকায় আছে।
গ্রুপের সভাপতিত্ব করবেন পর্তুগিজ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা মধ্য-ডান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) থেকে।
আরও পড়ুন: ভ্যানচালক বাবা ও চা বিক্রেতা মায়ের মেয়ে ফুটবল প্রশিক্ষণে যাচ্ছে পর্তুগাল
পর্তুগালের বন্ধুত্বের জন্য পার্লামেন্টারি গ্রুপগুলো পর্তুগালের বন্ধু দেশগুলোর পার্লামেন্টগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতায় জড়িত হওয়ার জন্য বাধ্যতামূলক৷ তারা অন্যান্য রাজ্যের সংসদ ও সংসদ সদস্যদের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপের প্রচারের ক্ষেত্রে দায়ী, বিশেষ করে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, তথ্য বিনিময়, পারস্পরিক পরামর্শ এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাধারণ স্বার্থের প্রচার ও প্রচারের বিষয়ে।
এটি সংসদীয় সহযোগিতার একটি ধারণার ফল যা ২০২২ সালের মে মাসে লিসবনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এবং ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা-এর মধ্যে একটি বৈঠকের সময় উত্থাপিত হয়।
এই গ্রুপ গঠন নিঃসন্দেহে বাংলাদেশের প্রতি পর্তুগালের জনগণের একটি বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি এবং এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পর্তুগালের বিনিয়োগ,বায়ু বিদ্যুতের অভিজ্ঞতা চায় বাংলাদেশ: শাহরিয়ার আলম
১ বছর আগে