কঠিন চ্যালেঞ্জ
ঢাকা টেস্ট: তৃতীয় দিনে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ
ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের দ্বিতীয় ইনিংসে লাঞ্চ বিরতির পূর্বে চার উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। ফলে ভারত থেকে ১৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
ভারত তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান সংগ্রহে বাংলাদেশের প্রথম ইনিংসে ২২৭ রানে ৮৭ রানের লিড পেয়েছিল। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম চারটি করে উইকেট নিয়ে অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান সাত রান করে অপরাজিত থাকেন।
তৃতীয় দিনের সকালে শান্তকে ৫ রানে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। মুমিনুল হক, সাকিব ও মুশফিকুর রহিম যথাক্রমে ১৩, ৫ ও ৯ রানে মাঠ ছাড়েন। তবে জাকির ৯৬ বলে ৩৭ রান করেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেটের শিকার তাইজুলের
ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটিং ধসে মানসিক বিপর্যয় দায়ী: সিডন্স
১ বছর আগে