২৬ ডিসেম্বর
ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু ২৬ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু হবে ২৬ ডিসেম্বর। মেলার আয়োজন করছে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বনিক বার্তা।
আরও পড়ুন: এবার একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি
ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে মেলা ২৬ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে এবং ২৮ ডিসেম্বর শেষ হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ক্রেতারা সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন।
বইমেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নেবে।
মেলা আয়োজন কমিটি প্রথমবারের মতো 'বর্ষসেরা নন-ফিকশন বই' পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মেলা থেকে সেরা নন-ফিকশন বই নির্বাচনের জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ১০দিনব্যাপী 'কিনে'র বইমেলা
১ বছর আগে