প্রধান কার্যালয়
ঢাকা রক ফেস্ট ৩.০ মাতাবে ৩২ ব্যান্ড
২৭ ও ২৮ ডিসেম্বর পারফর্ম করবে বাংলালিংক ঢাকা রক ফেস্ট ৩.০। এই ইভেন্টে পরিবেশনায় দেখা যাবে ৩২ ব্যান্ডকে।
এই নিয়ে ২৪ ডিসেম্বর বাংলালিংকয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেড এর ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হচ্ছে- ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভাল, আফটারম্যাথ ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যবৃন্দ।
আরও পড়ুন: কবে অনুষ্ঠিত হবে ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজনের শেষ পর্ব?
বক্তব্য রাখেন, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
এবারের ঢাকা রক ফেস্ট ৩.০ এর গেইট ওপেন হবে প্রতিদিন সকাল ১০ টায়। দুই দিনের এই ইভেন্টে মোট পারফর্ম করবে ৩২টি ব্যান্ড।
এ বছরের শো সম্পর্কে স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মত এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।’
কাজী উরফী আহমদ বলেন, ‘বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ঢাকা রক ফেস্ট আমাদের সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। রক ঘরানার শো-এর পাশাপাশি এবছর বাংলালিংক দেশব্যাপী বিভিন্ন ইউনিভার্সিটিতে ২০ টির মতো কনসার্ট আয়োজন করেছে। ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিক কে আরও জনপ্রিয় করার জন্য কাজ করে যাবে।’
২৭ ডিসেম্বরের লাইনআপ- আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, বহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
২৮ ডিসেম্বরের লাইনআপ- আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ, ওয়ারফেজ।
আরও পড়ুন: অণিমা রায়ের কণ্ঠে প্রকাশ পেল ‘তুমি রবে নীরবে’
১৪ বছর পর একই মঞ্চে বেইজ বাবা,ফুয়াদ ও আনিলা
১ বছর আগে