কলাপাড়া
পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রে চীনা কর্মীর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীন এক হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিক মারা গেছেন।
কেন্দ্রের কর্মীরা ঝো-জুপিংকে (৫২) রবিবার বিকালে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হাতিরঝিল থেকে উদ্ধার ব্যক্তির ঢামেক হাসপাতালে মৃত্যু
কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পড়ে গিয়ে আঘাত লাগতে পারে বলে কর্মকর্তার ধারণা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, তিনি কী কারণে মারা গেছেন এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা খতিয়ে দেখছি।
এ ব্যাপারে প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী রেদোয়ানের কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, ভাসুর গ্রেপ্তার
১ বছর আগে