পিটিয়ে হত্যা
গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে মো. ইসরাফিল নামে যুবককে পেটানোর পর মৃত্যুর ঘটনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান লিটনকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- বাবুল মণ্ডল, শফিকুল ইসলাম, জলিল, ইউসুফ, সোহাগ ও ছাত্তার। এছাড়া ওই মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে যুবককে পিটিয়ে হত্যা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ৪ জন গ্রেপ্তার
জানা যায়, শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মারা যান তিনি।
নিহতের স্বজনরা জানান, ১৩ সেপ্টেম্বর ব্যাটারী চুরির অপবাদে তাকে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। লোহার রড দিয়ে পেটানো হয়। কোমড়ের নিচে গরম পানি ঢেলে দেয়। ফলে যুবকের দুই পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ফোসকা পড়ে যায়। পরে হাসপাতালে ২৬ সেপ্টেম্বর মারা যান তিনি।
এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর থানায় অভিযোগ দেন ইসরাফিলের বাবা। পরে ২৬ সেপ্টেম্বর মারা যাওয়ার পর মামলাটি ওই দিনই হত্যা মামলা হিসেবে থানায় নথিভুক্ত করা হয়।
মূল অভিযুক্ত কামরুল হাসান লিটন (৫০) গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে মারা যাওয়ার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে কামরুল হাসান লিটনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, নির্যাতনের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
১ মাস আগে
জাবি ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ছাত্রদের পিটুনিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।
বুধবার রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিমুজ্জামান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি তিনি মৃত। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা নেত্রকোণা থেকে গ্রেপ্তার
শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম মোল্লাকে মারধর করেন একদল শিক্ষার্থী। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরে পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন শামীম মোল্লা। গত ১৫ জুলাই রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছাত্রলীগ ও বহিরাগতরা ওই হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: জামালপুরে দুই বছর আগে মারা যাওয়া ছাত্রলীগ নেতার নামে মামলা
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের কাছে একটি দোকান থেকে শামীম মোল্লাকে আটক করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে মারধর শুরু করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর প্রক্টরিয়াল টিমের তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা কার্যালয়ে আসে। এদিকে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার বিষয়ে পুলিশ ও প্রক্টরিয়াল টিম শামীমকে জিজ্ঞাসাবাদ করে।
পরে আগের দায়ের করা মামলায় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
১ মাস আগে
ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মারধরে মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে তোফাজ্জল নামের ওই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে হলের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ওই ব্যক্তির মৃত্যুতে আমরা মর্মাহত।’
আরও পড়ুন: উচ্চশিক্ষা সংস্কারে ১৫ দফা প্রস্তাব পেশ ঢাবি শিক্ষক সমাজের
তিনি বলেন, ঘটনা তদন্ত করে আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমা দিতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি লুকিয়ে হলের মধ্যে ঢুকে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে এনে আগের দিন হল থেকে ছয়টি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক বলেন, যদি তাকে কিছু খেতে দেওয়া হয়, তাহলে তিনি আসল চোরদের কথা বলবেন।
ছাত্ররা তাকে ভাত খাওয়ান। কিন্তু ওই যুবক আসল চোরদের বিষয়ে তথ্য দিতে পারেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১০টা থেকে শুরু করে দুই ঘণ্টা ওই ব্যক্তিকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তোফাজ্জলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সচিবালয়ে ঢাবি শিক্ষার্থী-আনসার সদস্যদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেউ কেউ জানান, তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহত তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা। অনেক আগেই তার বাবা-মা দুজনই মারা গেছেন।
প্রক্টর বলেন, তারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. আলমগীর কবিরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক জহির রায়হান, মোহাম্মদ মাহাবুব আলম, ড. আসিব আহমেদ, ড. তৌহিদুল ইসলাম ও এ কে এম নূরে আলম সিদ্দিকী।
আরও পড়ুন: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির কলা ও চারুকলা অনুষদের ডিনদের পদত্যাগ
১ মাস আগে
মাগুরায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
মাগুরায় গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত কাজল মিয়া (৩৫) উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের রোকমান মুন্সির ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মঘি ইউনিয়নের শেখ পাড়া গ্রাম থেকে গরু চুরি করে জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামে এসে ধরা খেয়ে গণপিটুনির শিকার হন কাজল মিয়া।
তিনি আরও জানান, পরে পুলিশ তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
এছাড়া কাজল মিয়ার নামে থানায় গরু চুরির আরও একটি মামলা আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ব্যাট দিয়ে ২২ বছরের যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
১১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ব্যাট দিয়ে ২২ বছরের যুবককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া (২২) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আশ্রাফবাদ মাদরাসা মাঠে এই ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার আশ্রাফবাদ গ্রামে। তার বাবার নাম শিরন মিয়া।
স্থানীয়রা জানান, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলতে খেলতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথাড়ি পেটায়।
আরও পড়ুন: সিলেটে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা
এ সময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জসিমের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, ‘ক্রিকেট খেলার সময় হঠাৎ করে ইমন আমার ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে থাকে। সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর ডাক্তার বলেছে আমার ভাই মারা গেছে। আমি এর কঠিন বিচার চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহমত উল্লাহ পাভেল বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায় ইমন। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। ইমনকে ধরার জন্য আমরা অভিযানে আছি।’
আরও পড়ুন: বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
নওগাঁয় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
১১ মাস আগে
ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে 'গরু চোর' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
নিহত যুবক লিটন হোসেন (৩৮) ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই খেত তছরূপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে দুজনের বাগবিতণ্ডা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার পর থেকে পলাতক মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
গাইবান্ধায় শিশু হত্যার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
গাজীপুরে আপন দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতদের স্বজনরা জানান, জেলা শহরের বাঙালগাছ এলাকায় শুক্রবার রাতে অর্থজনিত বিরোধে ডেকে নিয়ে দুই ভাই শফিকুল ও শুক্কুর আলীকে তাদের এলাকায় হত্যা করা হয়।
রাসেল নামের এক দোকান ব্যবসায়ীর কাছে টাকা পেতো শফিকুল। এই টাকা লেনদেনকে কেন্দ্র করে কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
আরও পড়ুন: দিনাজপুরের বিরামপুরে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
শুক্রবার সন্ধ্যার পর রাসেল তাদেরকে ডেকে এনে আরও লোকজনকে সঙ্গে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। নিহত দুই ভাই অটো চালাতেন বলে তার পরিবারের লোকজন জানান।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে মর্গে (শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল) পাঠিয়েছে। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তবে নিহত ওই দু’জনই ছিনতাইয়ের মামলায় জেল খেটে কয়েকদিন আগে বের হয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাদেরকে হত্যা করা হয়।
আরও পড়ুন: সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁদপুরে মেঘনায় নিখোঁজ জেলের লাশ একদিন পর উদ্ধার
১ বছর আগে
কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি কারাগারে
কুষ্টিয়ার কুমারখালীতে মো. রুবেল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত রুবেল ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: দলীয় প্রার্থী বিজয়ী হওয়ার পর কারাগারের পরিবর্তে গৃহবন্দী হলেন সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। রবিবার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত মেয়ে সন্তানের জন্ম দেন। রবিবার সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়।
এরপর সোমবার সকালে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, সোমবার রাতে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি রয়েছেন আরও পাঁচজন।
তিনি বলেন, স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে আসামিরা চালককে পিটিয়ে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
আরও পড়ুন: জামিন নামঞ্জুর, কারাগারে বিএনপি নেতা চাঁদ
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
১ বছর আগে
যশোরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত সালেহ আহাম্মেদ (৬০) ফতেপুর নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
এছাড়া এ ঘটনায় অভিযুক্ত বশির শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
আটক বশির শেখ নড়াইল জেলার মুলদাইর গ্রামের মৃত খিজির শেখের ছেলে ।
নিহতের ছেলে ফয়েজ আহাম্মেদ জানান, সকালে তার বাবা নালিয়া খাল কান্দায় মাচার ওপর বসে ছিলেন। হঠাৎ করে বশির শেখ সেখানে আসে ও তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা বাঁশ দিয়ে বশির তার বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় জানান, তার মাথায় গুরুতর জখম থাকায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা বশির শেখকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান আইসি আমিনুল ইসলাম।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা দায়ের
কুমারখালীতে গরুর বর্জ্য অপসারণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা!
১ বছর আগে
কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা দায়ের
কুমিল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
নিহত শান্তা আক্তার (২৩) দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিউনের নারায়নপুর গ্রামের রুক্কু মিয়া ও রানুয়ারা বেগমের কন্যা।
শান্তার মৃত্যুর তিন দিন পর তার মা রানুয়ারা বেগমের (৪২) করা মামলায় স্বামী সাজ্জাদুর রহমান শাওন (৩০), শ্বশুর মো. শুভ মিয়া (৫৫), শাশুড়ি ইয়াসমিন বেগমসহ (৫০) সাতজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
সোমবার (১৬ জানুয়ারি) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ১নং ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের হয়।
শান্তার পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালের কুমিল্লার কাপ্তান বাজার এলাকা শুভ মিয়ার পুত্র মো. সাজ্জাদুর রহমান শাওনের সঙ্গে বিয়ে হয় শান্তার। বিয়ের কয়েকদিনের মাথায় যৌতুকে জন্য শান্তাকে মারধর করা শুরু করে শাওন। এ নিয়ে কয়েকটি মামলাও করা হয়েছিল। সবশেষ তিনটি মামলার মধ্যে দুইটি মামলা নিষ্পত্তি হলেও একটি মামলা চলমান আছে।
এছাড়া বৃস্পতিবার (১২ জানুয়ারি) শান্তার স্বামী শাওন তার চাচার মৃত্যুর খবর দিয়ে তাকে বাড়িতে ডেকে নেয় যায়। পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) শান্তার বাড়িতে খবর পাঠায় সে বিষপান করেছে।
এ ব্যাপারে মামলার বাদী নিহত রানুয়ারা বেগম বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া শান্তার স্বামী প্রথমে ব্যবসায়ের কথা বলে তিন লাখ টাকা ধার নেয়, পরে সে আরও টাকা যৌতুক চায়। না পেয়ে স্বামী শ্বশুরবাড়ির সবাই মিলে শান্তার ওপর অত্যাচার শুরু করে।
তিনি আরও বলেন, হত্যার বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে আমি বাধ্য হয়ে আদালতে মামলা করি।
এ বিষয় কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে 'গরু চোর' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
কুমারখালীতে গরুর বর্জ্য অপসারণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা!
১ বছর আগে