বাস-পিকআপ
কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের চকরিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাস ও অন্য এক পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বাশরের ছেলে মো. হামিদ (৩২) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮)।
নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হতাহতরা পিকআপের আরোহী ছিলেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি বলেন, পিকআপ ভ্যানটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোকন রুদ্র বলেন, লোহাগাড়া থেকে একটি মিনি পিকআপ মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবি’র বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। বাকি আরোহীদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন যে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপের হেলপার। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবাবগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত পিকআপ চালক সাজন মিয়া (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের খোরশের আলীর ছেলে। আহত পিকআপ হেলপার একই গ্রামের আব্দুল মনাফের ছেলে নুরুল আমিন (২৬)।
তারা বেশ কিছুদিন ধরে উপজেলার দাউদপুর এলাকায় বসবাস করছে। আহত নুরুল আমিনকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বিআরটিসির একটি বাস ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিকআপ চালক সাজন মিয়া। এতে হেলপার নুরুল আমিন আহত হন। তাকে এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে আর সাজন মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু
১ বছর আগে