খন্দকার মাহবুব
খন্দকার মাহবুব আজিমপুর কবরস্থানে সমাহিত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে সোমবার রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
বাদ জোহর খিলগাঁও চৌধুরী পাড়া জামে মসজিদে (মাটির মসজিদ) পঞ্চম নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুবকে ভেন্টিলেটরে রাখা হয়েছে
চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়া মাহবুব ৮৪ বছর বয়সে শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার প্রথম জানাজা বসুন্ধরা আবাসিক এলাকার মসজিদে, দ্বিতীয় জানাজা মিরপুরের খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে, তৃতীয় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং চতুর্থ জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মাহবুবের মরদেহ আনার পর বিএনপির নেতাকর্মী, আইনজীবী, বিচারক ও আদালতের কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানান।
গত ২৬ ডিসেম্বর মাহবুবকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তার নিউমোনিয়া ও ফুসফুসে পানি জমে যায়।
প্রখ্যাত এই আইনজীবীকে একদিন পরে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এবং তার কিডনি কাজ না করার সময় হৃদরোগে আক্রান্ত হন।
মাহবুব ১৯৬৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি হন।
তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীদের একজন ছিলেন।
মাহবুব ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার একটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব মারা গেছেন
১ বছর আগে
জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুবকে ভেন্টিলেটরে রাখা হয়েছে
জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
বুধবার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান।
আরও পড়ুন: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন
তিনি বলেন, মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের একজন।
আরও পড়ুন: ঢাকায় কিশোর মাহবুবনী: যুক্তরাষ্ট্র-চীন দ্বৈরথে ভূ-রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে
১ বছর আগে