আজিজুল হক কলেজ
বগুড়ায় আজিজুল হক কলেজ মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মাঠে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কলেজের কমার্স ভবনের মাঠ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি জানান, সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় বের করতে পুলিশ কাজ করছে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে একটি লাশ উদ্ধার হয়েছে।
এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: পদ্মা নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীর লাশ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে