রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের (আইসিসিবি)
বছর শেষে শহর মাতালো ৩২ ব্যান্ড
২০২২ সালের শেষটা বেশ উন্মাদনায় কাটলো ব্যান্ডসঙ্গীত প্রেমীদের। দুই দিনব্যাপী ‘ঢাকা রক ফেস্ট ৩.০’ আরও একবার আলোড়ন সৃষ্টি করল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল এ আয়োজনের প্রথম দিন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয় ‘রক ফেস্ট ৩.০’। দুইদিনের এই কনসার্টে সর্বমোট ৩২টি ব্যান্ড দল অংশ নিয়েছে।রক গানের এই আয়োজনের দ্বিতীয় দিন মঞ্চ মাতায়- আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।
আরও পড়ুন: ঢাকা রক ফেস্ট ৩.০ মাতাবে ৩২ ব্যান্ড
১ বছর আগে