কে-পপ
বিটিএস’র ১০ বছর
দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ড বাংতান বয়েজ (বিটিএস) ২০১৩ সালের ১৩ জুন যাত্রা শুরু করে। বিগহিট মিউজিক এর অধীনে টু কুল ফর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে স্বপ্নবাজ ৭ কিশোর।
তারা হলেন- দলনেতা কিম নামজুন (আরএম) র্যাপার ও ড্যান্সার; কিম সোকজিন (জিন) ভোকাল, ভিজ্যুয়াল ও ড্যান্সার; মিন ইয়ঙ্গি (সুগা) লিড র্যাপার ও ড্যান্সার; জং হোসোক ( জে-হোপ) মেইন ড্যান্সার ও র্যাপার; পার্ক জিমিন (জিমিনি) মেইন ড্যান্সার ও লিড ভোকাল; কিম তেহিয়্যূং (ভি) ভোকাল, ভিজ্যুয়াল ও ড্যান্সার এবং জন জংকুক (জংকুক) মেইন ভোকাল ও লিড ড্যান্সার। তাদের ফ্যান বা ভক্তদের বিটিএস আর্মি বলা হয়ে থাকে।
আত্মপ্রকাশের পর ২০১৪ সালে তারা প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক এন্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস (২০১৬) ব্যান্ডের প্রথম অ্যালবাম, কোরিয়ায় যেটির ১ মিলিয়ন কপি বিক্রি হয়।
লাভ ইয়োরসেল্ফ: হার আলব্যামটি দিয়ে ২০১৭ সালে পুরো বিশ্বের সংঙ্গীত জগতে আলোড়ন তোলে এই সাত তরুণ। বিটিএস প্রথম কোরিয়ান গ্রুপ হিসেবে ‘মাইক ড্রপ’ গানটির জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে সার্টিফিকেট পায় এবং লাভ ইয়োরসেল্ফ: টিয়ার (২০১৮) অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে প্রথম স্থান দখল করে; আর এরপরের যাত্রা তো এক ইতিহাস।
২০১৭ সাল থেকে টানা পাঁচ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে টপ সোশ্যাল আর্টিস্টের খেতাব অর্জনসহ ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘নেক্সট জেনারেশন লিডারস’ খেতাব এবং একই বছর ফোর্বস কোরিয়া পাওয়ার সেলিব্রিটির তালিকায় শীর্ষ স্থান অর্জনের মতো অগণিত প্রাপ্তি বিটিএসের খাতায়।
২০২০ ও ২০২১ সালেও দেখা যায় তাদের এই সাফল্যের ধারাবাহিকতা। করোনা মহামারির কঠিন সময়েও ২০২০ সালের আগস্টে বিশ্ববাসীকে বিটিএসের সদস্যরা উপহার দেন তাদের প্রথম ইংরেজি একক গান ‘ডায়নামাইট’; যা দিয়ে প্রথমবারের মতো তারা জায়গা করে নেন বিলবোর্ড হট হান্ড্রেড সিঙ্গেলসের শীর্ষে!
বিটিএস পরপর দুইবার (২০২১/২০২২) সেরা পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তারপর নিয়মিতভাবে তাদের অ্যালবাম বের হয়েছে; আর তাদের 'ডিএনএ', 'আইডল', 'বাটার' ও 'লাইফ গোজ অন' বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের হৃদয় মাতিয়েছে।
এছাড়া ২০২১ সালে বিটিএস তৃতীয়বারের মতো জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। শুধু তাই নয়, ২০২২ সালে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্যান্ডটির সদস্যরা।
আরও পড়ুন: প্রথম সোলো অ্যালবাম 'ইন্ডিগো' নিয়ে আসছে বিটিএসের আরএম
১ বছর আগে
কে-পপ আইডল ভি’র জন্মদিন: ঢাকা থেকে নিউইয়র্কের আর্মিরা কিভাবে তার জন্মদিন উদযাপন করছে
সারাবিশ্বে বিটিএসের অনুরাগীরা (আর্মিরা) আজ তাদের প্রিয় তারকা ভি ওরফে কিম তাইহ্যুং-এর জন্মদিন উদযাপন করছেন।
২৭ বছর বয়সী এই কে-পপ আইডলের জন্মদিন উপলক্ষে আর্মিরা আজ পার্ক থেকে শুরু করে রাস্তা, বাস ও বিলবোর্ড বিজ্ঞাপন পারপেল (বেগুনি) রঙে রাঙিয়েছেন।
বিভিন্ন দেশের কিম তাইহ্যুং ভক্তরা তার জন্মদিন ভি’ডে ২০২২-উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছেন।
এখানে আমরা বিভিন্ন দেশের আর্মিদের তাইহ্যুং জন্মদিন উদযাপন সম্পর্কে জানব-
জাপান
জাপান গত কয়েক বছর ধরে তাইহ্যুং জন্মদিন উদযাপন করে আসছে। এই বছর তাইহ্যুং এর জন্মদিন উপলক্ষে বিখ্যাত সাপোরো টাওয়ারকে ভি’ডে ২০২২ স্মরণে সাজানো হয়েছে।
সিউল, দক্ষিণ কোরিয়া
কিম তাইহ্যুং জন্মদিন উপলক্ষে তার স্বদেশে অসংখ্য অনুষ্ঠান করা হয়েছে। তবে তাইহ্যুং এর ফ্যান পেজ ভি’বার-এর সিনচেং সেলিব্রেশন ছিল এর মধ্যে অন্যতম। যেখানে বিলবোর্ড ও পোস্টারগুলো ভি’র ছবি এবং তার উদ্দেশ্যে লেখা ভক্তদের মেসেজ দিয়ে সাজানো হয়েছিল।
ইনচেন, দক্ষিণ কোরিয়া
ভি’র জন্মদিন উপলক্ষে দ. কোরিয়া ইনচেন বিমানবন্দরকে তাইহ্যুং ছবি দিয়ে ঢেকে ফেলা হয়েছে।
পেরু
সিউল থেকে অনেক দূরে তাইহ্যুং এর পেরুর ভক্তরা ভি-এর গান বাজিয়ে বেগুনি রঙে একটি ফোয়ারা আলোকিত করে দারুণভাবে তাইহ্যুং দিবস উদযাপন করেছে।
চীন
তায়ে তায়ে -এর ফ্যান পেজ ভিবার শুধুমাত্র চীনে তাইহ্যুং এর জন্মদিন উপলক্ষে একটি মেলার আয়োজন করেছিল। যেখানে ভক্তরা তাইহ্যুং এর ২৭তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে একত্র হয়েছিল।
বাংলাদেশ
বাংলাদেশে তাইহ্যুং এর অনুরাগীরা তার জন্মদিনকে সঙ্গীতের মধ্য দিয়ে উদ্যাপন করেছে। কারণ ফ্যান পেজটি সুকাঠি প্রতিবন্ধী ও অটিজম স্কুলে বেশ কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দান করেছে। এটি একটি অলাভজনক সংস্থা এবং অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ স্কুল।
পাকিস্তান
তাইহ্যুং এর পাকিস্তানি ফ্যানবেস তাইহ্যুং-এর জন্মদিনের স্মরণে শিশুদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে।
ভারত
কিম তাইহ্যুং এর ভারতীয় ভক্তরা ভিডে ২০২২ কে সুন্দর করে তুলতে বিভিন্ন খাবারের ট্রাক, এলইডি স্ক্রিন ও আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে!
মিশর
তাইহ্যুং মিশরীয় ভক্তরা শিশুদের ক্যান্সারের চিকিৎসার জন্য দান করেছেন।
নিউইয়র্ক
বিটিএস ভি-এর মার্কিন ভক্তরা টাইমস স্কয়ার থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) পর্যন্ত পুরো নিউইয়র্ক জুড়ে তাইহ্যুং-এর ছবিতে ঢেকে দিয়েছে।
১ বছর আগে