ঢাকা মোহামেডান
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে রানার্সআপ ঢাকা মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা মোহামেডান।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্সআপ ঢাকা মোহামেডান এসসি সদ্য সমাপ্ত বিপিএলে ১৮ লিগ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে।
মৌসুমের তিনটি বড় ফুটবল ট্রফি - স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং বিপিএল জিতে প্রথমবারের মতো ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার বিকালের এই ম্যাচের ১৩তম মিনিটেই নীল-আকাশিদের এগিয়ে নেন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ব্রুনো গনকালভেস। ২৯তম মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন সাদা-কালোর ফরোয়ার্ড বাংলাদেশি আরিফ হোসেন।
খেলার ঠিক শেষ মুহূর্তে এই আরিফ হোসেনই সাদা-কালোর জয় এনে দেন মোহামেডানের ও নিজের হয়ে দ্বিতীয় গোলে।
দিনের অন্য ম্যাচে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে সার্ভিয়ান ফরোয়ার্ড ভি বালাবানোভিচ দারুণ গোলে শেখ রাসেল কেসিকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দামাসেনো বসুন্ধরা কিংসের হয়ে সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
৭৬ মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোল করেন দেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। ২ মিনিট পরেই স্ট্রাইকার শেখ মোরসালিন কিংসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
এই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যা লিগ রানার্সআপ মোহামেডান এসসির চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোহামেডান ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করেছে।
দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, রহমতগঞ্জ এমএফএস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
৫ মাস আগে
ড্র নিয়ে মাঠ ছাড়লো ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩ আসরের ম্যাচে মুখোমুখি হয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
শনিবার নির্ধারিত সময় শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।
আরও পড়ুন: ফুটবল কিংবদন্তি পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন
ম্যাচের শুরুতে কোনঠাসা হয়ে পড়ে বন্দর নগরের ক্লাব চট্টগ্রাম আবাহনী।
ম্যাচের দুই মিনিটে গোলরক্ষক পাপ্পু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী।
তবুও ম্যাচে প্রথম গোলের দেখা পায় আবাহনী।
ম্যাচের ২৯তম মিনিটে ডেভিড গোল করে দলকে এগিয়ে নেন। তবে সে লিড স্থায়ী হয় মাত্র দুই মিনিট।
ম্যাচের ৩২তম মিনিটে মোহামেডানকে সমতায় ফেরান সুলেমান দিয়াবেতে। তবে বিরতিতে যাওয়ার পূর্বে ম্যাচে দ্বিতীয় বারের মতো লিড নেয় চট্টগ্রাম আবাহনী।
ম্যাচের ৪৫+৩ মিনিটে বাম্বার গোলে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মোহামেডান।
ম্যাচের ৫৯তম মিনিটে মানিক মোল্লা গোল করলে সমতায় ফেরে মোহামেডান।
নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
আরও পড়ুন: সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
১ বছর আগে