আন্তঃমন্ত্রণালয়
পরিবেশ সংরক্ষণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তাই পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৯ জুন) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সঙ্গে পৃথক বৈঠক করার পর পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: ঢাকায় বৃক্ষরোপণের জায়গা নির্ধারণে স্যাটেলাইট ছবি ব্যবহার করা হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশমন্ত্রী বলেন, যানবাহনের কালো ধোঁয়া ও সড়ক মহাসড়ক নির্মাণ কার্যক্রম সংশ্লিষ্ট দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে সেতুমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে আলোচনা করা হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহযোগিতায় দূষণকারী পরিবহন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। এজন্য জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে স্বাস্থ্য বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় কীভাবে একসঙ্গে কাজ করব সে বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে আলোচনা করা হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, বিভিন্ন রকমের পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রা, বাউল গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকগুলোতে পরিবেশমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করে বাংলাদেশের পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে চাই। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট নির্ধারিত থাকবে যার সঙ্গে সমন্বয় করবে পরিবেশ মন্ত্রণালয়।
তিনি বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পরিবেশ মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করা হবে।
আরও পড়ুন: সরকার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে: পরিবেশমন্ত্রী
দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
৪ মাস আগে
অপপ্রচার, ভুল তথ্য মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিতরা মুখ খুলছেন না
দেশে-বিদেশে ‘সরকার বিরোধী অপপ্রচার’কে ‘সমন্বিত উপায়ে’ মোকাবিলা করার এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশ সম্পর্কে বানোয়াট ও ভুল তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপনের কার্যকর উপায় খুঁজতে নিয়মিত বসবেন।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ফেসবুকে সরকার বিরোধী পোস্ট: কার্টুনিস্টসহ কারাগারে ২
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাজটি সমন্বয় করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক এবং মিডিয়াকে জানানোর কিছু নেই।
আরও পড়ুন: সরকার বিরোধীদল নির্মূলের চেষ্টা করছে: বিএনপি
সরকার বিরোধী অপপ্রচার মোকাবিলা করুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
১ বছর আগে