বগী লাইনচ্যুত
পাবনায় ট্রেনের দুই বগী লাইনচ্যুত
পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এতে পাবনা-ঈশ্বরদী রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটির দুটি বগীর ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বগী দু’টি উদ্ধারের কাজ শুরু হয়ে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রেলপথ বন্ধ
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যে কারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এই একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, খবর পেয়ে ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে সকাল পৌনে ৮টার দিকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।
বীরবল মণ্ডল আরও বলেন, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত
১ বছর আগে
খুলনায় বগী লাইনচ্যুত, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
খুলনার দৌলতপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগী উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বগীটি উদ্ধার কাজ শেষ হয়। ফলে সোয়া ২ ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে দুপুর সোয়া ২ টার দিকে দৌলতপুর জংশনের ৮১ নাম্বার গেট এালাকায় সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির গার্ড বগী লাইনচ্যুত হয়। এরফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে খালি বগী নিয়ে খুলনায় একটি তেলবাহী ট্রেন আসছিল। সোমবার দুপুর একটার দিকে খুলনা বিজিবি ক্যাম্পের রেললাইনের তেলবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার সুদেব বড়াল বলেন, এসকে টু ডাউন নামের একটি মালবাহী ট্রেন সৈয়দপুর থেকে খুলনার দিকে আসছিল। পথে ৮১ নং গেট এলাকায় ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে সাময়িক রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুই ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধান হয়ে যায়।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মধ্যে দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
১ বছর আগে