সেভ স্পেন্ড অ্যান্ড উইন
দারাজ মাস্টারকার্ড ‘সেভ স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৩ শুরু
দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ মাস্টারকার্ড-এর সহযোগিতায় ‘সেভ, স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন-২০২৩ এর ঘোষণা দিয়েছে। কেনাকাটার মৌসুমে ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার মাধ্যমে নগদহীন লেনদেন বাড়াতে ক্যাম্পেইনের ডিজাইন করেছে দারাজ।
ক্যাম্পেইনটি ৬ জানুয়ারি, ২০২৩ এ শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাম্পেইনের সময়কালে, যে কোনো বাংলাদেশি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মাস্টারকার্ড-ব্র্যান্ডেড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড সহ যেকোনো কার্ডধারীকে প্রতিবার ন্যূনতম ১০০০ টাকা দিয়ে কমপক্ষে পাঁচটি (৫) লেনদেন করতে হবে। সর্বোচ্চ ব্যয় করা শীর্ষ ১৩ কার্ডধারীরা আন্তর্জাতিক বা স্থানীয় দম্পতি ভ্রমণ ভাউচার এবং স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার বিজয়ীরা যথাক্রমে দুবাই, ব্যাংকক এবং কক্সবাজারে এক্সক্লুসিভ ট্রাভেল ভাউচার পাবেন। এই তিনদিন এবং দুই রাত্রির প্রতিটি ভাউচারের মধ্যে দুইজনের জন্য বাসস্থান এবং বিমান ভাড়া অন্তর্ভুক্ত রয়েছে। বাকি দশটির (১০) প্রত্যেকে ১০টি ব্র্যান্ডের স্মার্টফোন পাবেন।
আরও পড়ুন: দারাজ নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন
এছাড়াও শুধুমাত্র খুচরা লেনদেন এই ক্যাম্পেইনের জন্য যোগ্য হবেন, এবং সর্বোচ্চ খরচের পরিমাণের উপর ভিত্তি করে ১৩ (১৩) বিজয়ীদের নির্বাচন করা হবে।
অন্যদিকে বাণিজ্যিক ক্রয়ের জন্য লেনদেন ক্যাম্পেইনের যোগ্য হবে না।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মাস্টারকার্ড, ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডধারীদের দারাজে তাদের মাস্টারকার্ড সংরক্ষণ করতে হবে এবং দারাজ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে কেনাকাটা করার সময় তাদের মাস্টারকার্ড ব্যবহার করে অর্থপ্রদান করতে হবে।
উল্লেখ্য, দারাজ গ্রুপ প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মায়ানমারে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম।
এটি বিশ্বমানের মার্কেটপ্লেস প্রযুক্তিসহ এক লাখেরও বেশি সক্রিয় বিক্রেতাকে ৫০০ মিলিয়ন লোকের একটি অঞ্চলে দ্রুত বর্ধনশীল ভোক্তা শ্রেণির কাছে পৌঁছানোর ক্ষমতা দেয়৷
দারাজ এক্সপ্রেসের মাধ্যমে, এটি তার বাজারে সবচেয়ে দক্ষ এবং ডিজিটালাইজড লজিস্টিক অবকাঠামো পরিচালনা করে। দারাজের দৃষ্টিভঙ্গি হলো দক্ষিণ এশিয়ায় শীর্ষ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে ৫০ মিলিয়ন গ্রাহক ও ব্যবসায়ীকে সেবা দেয়া।
আরও পড়ুন: বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!
অফুরান উল্লাসে ৮ বছরে দারাজ
১ বছর আগে