ভারতীয় শাড়ি
কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১১০ শত পিস ভারতীয় শাড়ি ও ১৪৪ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ২ জন হলো- উপজেলার কাঠালবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া ও একই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।
তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর সে তার সহযোগীদের নাম-ঠিকানা বলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মো. ইসমাইল মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ২
ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
ভোলায় ২২ কোটি টাকা শুল্ক ফাঁকির ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ
ভোলার মেঘনা নদীতে একটি ফিশিং বোট থেকে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি পিস ও মেডিকেল সামগ্রী উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে স্টাফ অফিসার অপারেশন লে. এম মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
জব্দকরা শাড়ি ও থ্রি পিসের আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আরও পড়ুন: চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ১১ কোটি টাকার গার্মেন্টস ফেব্রিক জব্দ
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে গত ৩ জানুয়ারি সোমবার ভোর ৫ টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক বাংলাদেশে অনুপ্রবেশকারী এফ.বি আবিদ নামে একটি ফিশিংবোট থেকে কোস্টগার্ড এসব উদ্ধার করে।
এসময় বোর্ডটির গতিরোধ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা বোটটিকে চরে ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর বোটটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭ হাজার ৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি,১৬৬ টি থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি, থ্রি পিস, মেডিকেল আইটেম ও ফিশিংবোট আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এর সঙ্গে জড়িত চার ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
খুলনায় জেলি মেশানো ৪৩০ কেজি চিংড়ি জব্দ, ৯ জনের কারাদণ্ড
১ বছর আগে