নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি
নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি: বাংলাদেশে ভারতীয় সহযোগিতা 'দৃশ্যমান', বললেন নসরুল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ‘দৃশ্যমান ভারতীয় সহযোগিতা’ চেয়েছেন।
বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন তিনি।
বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে জানায়, বৈঠকে নসরুল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং ভারতের পক্ষে বিদ্যুৎ ও নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং নেতৃত্ব দেন।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রপ্তানিতে ভারতীয় বেসরকারি কোম্পানিগুলোর আগ্রহ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রবৃদ্ধির কথা উল্লেখ করে নসরুল বলেন, দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে।
তিনি বলেন, ‘যদি আসাম থেকে বিদ্যুৎ আমদানি করা যায়, তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাবে।
আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু
যদিও আমরা ভারত থেকে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করি, আমরা আরও আমদানি করতে চাই।’
রাজ কুমার বলেন, ভারত বাংলাদেশের উত্তরাঞ্চলে আরও বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, আজকে আলোচিত বিষয়গুলি পরবর্তী যৌথ স্টিয়ারিং কমিটিতে আরও পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
আরও পড়ুন: আদানির ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চে জাতীয় গ্রিডে আসবে: নসরুল হামিদ
১ বছর আগে