সমন জারি
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানির জন্য বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আলিফের পিতা ও মামলার বাদী বয়সজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরে সমন ইস্যু করে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
আরও পড়ুন: আলিফ হত্যা মামলা: চিন্ময় দাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
গত ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ৪২ জন আসামি রয়েছে, এদের মধ্যে চারজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বর্তমানে ২০ জন গ্রেপ্তার ও ১৮ জন পলাতক।
২০১৯ সালের ২৫ অক্টোবর সনাতনী সম্প্রদায়ের বড় সমাবেশের সময় সংঘটিত ঘটনার প্রেক্ষিতে মামলা শুরু হয়। চিন্ময় কৃষ্ণ দাসসহ বিভিন্ন আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। মামলার এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
১১৬ দিন আগে
মামলা প্রক্রিয়ায় বিলম্বরোধে সিপিসিতে সংশোধনের অনুমোদন
দেশে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত দেওয়ানি কার্যবিধিতে (সিপিসি) কিছু কিছু সংশোধনে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মামলার বিচার প্রক্রিয়ায় বিলম্বরোধে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এরআগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রিজওয়ানা বলেন, ‘বৈঠকে আজকের যে সিদ্ধান্তগুলো এসেছে, তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের সুপারিশের বাস্তবায়নের উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে, আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন, আমাদের দেওয়ানি কার্যবিধিতে (সিপিসি) কিছু কিছু পরিবর্তন আনতে সুপারিশ করেছিল। সেই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু কিছু সংশোধন আজকে নীতিগত অনুমোদন করতে পেরেছি।’
‘বাংলাদেশ একটি কথা আছে, কারও সাথে শত্রুতা করতে গেলে একটি ভূমি মামলাজুড়ে দাও। তাহলে তিন প্রজন্মে সেই মামলা শেষ হবে না। সেই তিন প্রজন্ম যাতে না লাগে, এক প্রজন্মেই যাতে মামলা শেষ করা যায়, সে জন্য দেওয়ানি কার্যবিধিতে (সিপিসি) কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচারপ্রার্থী, তাদের সময় কম লাগে, টাকা কম লাগে,’ বলেন এই উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা যারা উকিল আছি, তারা নানা অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়ার বিলম্ব করি। ভবিষ্যতে সেটা যাতে না হয়, তেমন কিছু সিদ্ধান্ত এসেছে। কয়েকটা উদহারণ দিচ্ছি, আগে যেটা হতো, একটি মামলার রায় হওয়ার পরে আবার জারি মোকদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে, তখন রায় দেওয়া হবে, সেই রায়ের মধ্যেই কার্যকরের বিষয়টি অন্তর্ভুক্ত করে দেওয়া হবে।’
‘আমাদের অনেক কাজ এখনো সেকেল রয়ে গেছে। বিচার কাজ আধুনিকায়ন করতে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোন কিংবা এসএমএসের মাধ্যমে বা অন্য মডেলের যে ডিভাইস ও ম্যাথড আছে, তার মাধ্যমে করতে পারবো।’
তিনি বলেন, ‘আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলায় আগে সাজা ছিল ২০ হাজার টাকা, এখন সেটা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে।’
২৩১ দিন আগে
মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ: কুয়াকাটার মেয়রের বিরুদ্ধে সমন জারি
পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
কুয়াকাটার কেরানীপাড়ার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মামুনুর রহমান এ আদেশ জারি করেছেন।
আরও পড়ুন: রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
মেয়র আনোয়ার হাওলাদার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য তার বাড়িতে গিয়ে হুমকি দেয়।
এ ঘটনায় ২০২২ সালের ০৩ মার্চ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া আদালতে মামলা করেন তিনি।
মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মো. বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এ বিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি দেয়ার সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারির আদেশ দেন।
আরও পড়ুন: নাটোরে মামলা প্রত্যাহারে চাপ, সহোদরাকে নির্যাতনের অভিযোগ
বরিশালের মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
১০৬৩ দিন আগে