সিলেট স্ট্রাইকার্স
এক নজরে বিপিএল ২০২৪-এর ৭টি দল: কে কোন দলে খেলছেন
২০২৪-এর ৬ জানুয়ারি; বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর ১০ম আসর শুরুর সম্ভাব্য তারিখ। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর বেধে দেওয়া এই সময়কে সামনে রেখেই মহা সমারোহে শুরু হয়ে গেছে পূর্বপ্রস্তুতি। সেই সূত্রে, গত ২৪ সেপ্টেম্বর রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার বাছাইয়ের পর্বটি। দেশি ও বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে বিপিএল ২০২৪-এর ৭টি দল গঠন করে নিলো নিজেদের সেরা স্কোয়াডটি। নিজেদের প্রিয় তারকা ক্রিকেটাররা কে কোন দল পেলেন তা নিয়ে ইতোমধ্যেই উদ্দীপনার সৃষ্টি করছে ক্রিকেটপ্রেমিদের মাঝে। চলুন, এক নজরে প্রতিটি দলের প্লেয়ারদের তালিকা দেখে নেয়া যাক।
বিপিএল ২০২৪-এর ৭টি দলের প্লেয়ারদের তালিকা
দুর্দান্ত ঢাকা
দেশি ক্রিকেটার
তাসকিন আহমেদ, এস এম মেহরব হাসান, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান, মো. সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, নাঈম শেখ ও জসিম উদ্দিন।
বিদেশি ক্রিকেটার
সাইম আইয়ুব (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), উসমান কাদির (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি ক্রিকেটার
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ আনামুল হক।
বিদেশি ক্রিকেটার
মঈন আলী (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ইফতিখার আহমেদ (পাকিস্তান), জামান খান (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), নূর আহমেদ (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), রহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) ও ম্যাথু ফর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকও যোগ দিলেন ফরচুন বরিশালে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি ক্রিকেটার
শুভাগত হোম, জিয়াউর রহমান, তানজিদ হাসান তামিম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, শাহাদাত হোসেন দীপু, সৈকত আলী, ইমরানুজ্জাম ও সালাহউদ্দিন শাকিল।
বিদেশি ক্রিকেটার
মোহাম্মদ হারিস (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), স্টিফ্যান এসকিনাজি (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ও বিলাল খান (পাকিস্তান)।
আরও পড়ুন: এএফসি মহিলা এশিয়া কাপ: অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ
ফরচুন বরিশাল
দেশি ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, প্রীতম কুমার, তামিম ইকবাল খান, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও প্রান্তিক নওরাজ নাবিল।
বিদেশি ক্রিকেটার
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), আব্বাস আফ্রিদি (পাকিস্তান), ইয়ানিক ক্যারিয়াহ (ওয়েস্ট ইন্ডিজ) ও দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে কমান্ডিং জয় পেল নিউ জিল্যান্ড
রংপুর রাইডার্স
দেশি ক্রিকেটার
নুরুল হাসান সোহান, শেখ মাহাদী, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আশিকুজ্জামান, আবু হায়দার রনি ও ফজলে মাহমুদ রাব্বি।
বিদেশি ক্রিকেটার
বাবর আজম (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মহেশ পাথিরানা (শ্রীলঙ্কা), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), মাইকেল রিপন (নিউজিল্যান্ড) ও ইয়াসীর মোহাম্মদ (পাকিস্তান)।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
সিলেট স্ট্রাইকার্স
দেশি ক্রিকেটার
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, আরিফুল হক, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, জাওয়াদ রয়েন ও নাঈম হাসান।
বিদেশি ক্রিকেটার
রায়ান বার্ল (জিম্বাবুয়ে), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), জর্জ স্ক্রিমশ (ইংল্যান্ড), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও দুশান হেমন্ত (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: উপেক্ষিত আশরাফুল ও সাব্বির
খুলনা টাইগার্স
দেশি ক্রিকেটার
মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মকিদুল ইসলাম মুগ্ধ, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, আকবর আলী ও সুমন খান।
বিদেশি ক্রিকেটার
এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা) ও দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
বিপিএল ২০২৪-এর ক্রিকেটারদের কার সম্মানি কত
ফ্রাঞ্চাইজিগুলোর নির্বাচনের সময় দেশি ক্রিকেটারদেরকে বিভক্ত করা হয়েছিলো ৭টি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটারদের নিলাম হয়েছে ৫টি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিলো প্লেয়ারদের সম্মানি। এ ক্যাটাগরিতে থাকা তারকা প্লেয়ারদের সম্মানি ছিল সবচেয়ে বেশি। উপরন্তু, দেশি প্লেয়ারদের ক্ষেত্রে জি ক্যাটাগরি এবং বিদেশি প্লেয়ারদের বেলায় ক্যাটাগরি-ই ছিলো সর্বনিম্ন সম্মানির। চলুন, এক নজরে ক্রিকেটার সম্মানিগুলো দেখে নেওয়া যাক-
টেবিল: ১। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ লাখ
বি
৫০ লাখ
সি
৩০ লাখ
ডি
২০ লাখ
ই
১৫ লাখ
এফ
১০ লাখ
জি
৫ লাখ
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
টেবিল: ২। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
(১ মার্কিন ডলার = ১০৯.৫৫ বাংলাদেশি টাকা)
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (মার্কিন ডলার)
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ হাজার
৮৭ লাখ ৬৩ হাজার ৭৫২
বি
৬০ হাজার
৬৫ লাখ ৭২ হাজার ৮১৪
সি
৪০ হাজার
৪৩ লাখ ৮১ হাজার ৮৭৬
ডি
৩০ হাজার
৩২ লাখ ৮৬ হাজার ৪০৭
ই
২০ হাজার
২১ লাখ ৯০ হাজার ৯৩৮
শেষাংশ
বিপিএল ২০২৪-এর ৭টি দল ড্রাফ্টের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছিলো। কিন্তু ড্রাফ্টের পর তারা আরও পরিণত ও শক্তিশালী হয়ে উঠেছে। যেমন মুশফিকুর রহিম আর সৌম্য সরকারের মত ব্যাটারদের নেওয়া হয়েছে ড্রাফ্ট থেকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়-এর মত প্রথম সারির প্লেয়াররা বরাবররে মতই চুক্তিতে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোতে। অন্যদিকে, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন নিজ নিজ দলের সঙ্গে। আসন্ন বিপিএল টি২০-এর ঝড়ো মাঠে এদের দিকেই দৃষ্টি থাকবে ভক্তদের।
আরও পড়ুন: আগামী নির্বাচনের পর বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে
১ বছর আগে
বিপিএল ফাইনাল লাইভ স্ট্রিমিং ২০২৩: কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স ফাইনাল ম্যাচ কীভাবে ও কোথায় দেখবেন, সম্ভ্যাব্য একাদশ
ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ (BPL Final 2023 Live)।
মাশরাফি বিন মুর্তজা বিপিএলের আট আসরে চারবারই ট্রফি হাতে তুলেছেন। মাশরাফি এবার আরও একটি ফাইনালে নামার অপেক্ষায়। আজ সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে নামবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
বিপিএলের দ্বিতীয় সফলতম অধিনায় ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের নেতৃত্বে দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার খেলবে টানা দ্বিতীয় এবং সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয় ফাইনাল।
২০২২-২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে মিরপুরে আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। গত মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলুন দেখে নেয়া যাক কোথায় লাইভ বিপিএল ২০২৩ ফাইনাল দেখা যাবে।
টুর্নামেন্টের ১১তম ম্যাচের পর থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটিও ম্যাচ হারেনি। তারা তাদের শেষ মিটিংয়ে স্ট্রাইকারদের সহজে পরাজিত করেছে এবং এই ম্যাচে তাদের ট্রফি রক্ষায় খুব আত্মবিশ্বাসী করেছে।
সিলেট স্ট্রাইকার্সের মৌসুমের শেষটা অসামঞ্জস্যপূর্ণ হলেও মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ক্লোজ খেলায় অসাধারণ পারফর্ম করেছে। এই ফাইনালে জিততে হলে তাদের সেরাটা দিতে হবে।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: ফাইনালে উঠল সিলেট ফ্র্যাঞ্চাইজির স্ট্রাইকাররা
বিপিএল ফাইনাল ২০২৩ কীভাবে দেখবেন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স বিপিএল ফাইনাল লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল-
এই ম্যাচটি জিটিভি, সনি লিভ, জিও সুপার, উইলো টিভি এবং নাগরিক টিভিতে সরাসরি দেখানো হবে।
বিভিন্ন দেশ থেকে বিপিএল লাইভ ২০২৩
বাংলাদেশ: দারাজ ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশিরা বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারবেন।
পাকিস্তান: যারা পাকিস্তান থেকে দেখতে চান তারা জিও এবং পিটিভিতে দেখতে পারেন।
যুক্তরাষ্ট্র: ESPN+ ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে।
যুক্তরাজ্য: ভায়াপ্লে যুক্তরাজ্যে বিপিএলের লাইভ স্ট্রিমিং প্রদান করবে।
আরও পড়ুন: পিএসএল: পেশোয়ার জালমিতে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান
বিপিএল ফাইনাল ২০২৩ ভারত থেকে লাইভ
ভারতে, দর্শকরা ফ্যানকোডে অ্যাকশনটি লাইভ স্ট্রিম করতে পারে। টিভিতে খেলা দেখতে ইচ্ছুক ভক্তরা ইউরোস্পোর্টে তা করতে পারেন।
অন্যান্য দেশ থেকে বিপিএল ফাইনাল ম্যাচ 27thsports.com-এ দেখা যাবে
বিপিএল ফাইনাল ২০২৩ ইউটিউব এবং ফেসবুকে লাইভ
বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোও লাইভ স্ট্রিম করবে বিপিএল ফাইনাল ম্যাচ|
আরও পড়ুন: বিপিএল: লিগ পর্বে রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা
কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স?
১৬ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে।
বিপিএল ফাইনাল ২০২৩ পিচ রিপোর্ট
এই পিচে পেস, বাউন্স আছে এবং ফাস্ট বোলারদের মুখোমুখি হওয়া বিপজ্জনক হবে বলে আশা করা হচ্ছে। সমানভাবে, মিরপুরে স্ট্রোক তৈরির ব্যাটাররা সাফল্য পেয়েছে ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভ্যাব্য একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারিন, জনসন চার্লস, মঈন আলী, মোসাদ্দেক হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম
সিলেট স্ট্রাইকার্স সম্ভ্যাব্য একাদশ
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, রুবেল হোসেন থিসারা পেরেরা, তানজিম হাসান সাকিব, জর্জ লিন্ডে, লুক উড
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
১ বছর আগে
বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচটি দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই খেলা শুরু হয়।
টসে জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাট করতে পাঠায় সিলেট।
হতাশাজনক পারফর্মেন্সের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রামের। মেহেদী মারুফ ৩ ওভারে মাত্র ১১ রান করে আউট হন এবং আফগান ক্রিকেটার দারভিশ রাসুলি চতুর্থ ওভারে মাত্র ৩ রানে আউট হন।
আল-আমিনও মাত্র ১৮ রানে গুটিয়ে যান। অধিনায়ক শুভাগত হোমের পারফর্মেন্স চট্টগ্রামের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়।
তবে আফিফ হোসেন ২৩ বলে ৩ চারের সাহায্যে ২৫ রান করে ইনিংসটিকে ট্র্যাকে ফিরিয়ে আনেন। ৭ রানে আউট হওয়ায় বড় স্কোর করতে পারেননি উনমুক্ত চাঁদ। মৃত্যুঞ্জয় চৌধুরী এর সঙ্গে ৩ রান যোগ করেন এবং আউট হওয়ার আগে নিহাদুজ্জামান ৮ রান করেন। মালিন্দা পুষ্পকুমারা ও মেহেদী হাসান রানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং যথাক্রমে ৬ ও ২ রান যোগ করেন।
২০ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে।
আরও পড়ুন: দুর্বল ব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই বিপিএল শুরু শুক্রবার
সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা শুরুটা ভালো ছিল। নাজমুল হোসেন শান্ত ৪১ বলে ৪৩ রান করেন।
কলিন অ্যাকারম্যান ১ রানে আউট হয়ে গেলেও জাকির হাসান ২১ বলে ২৭ রান করেন। মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থাকায় সিলেট স্ট্রাইকার্স ১২.৩ ওভারে তাদের লক্ষ্যে পৌঁছে যায়।
বিপিএলের এই সংস্করণে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে আট মাস বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু
আমি বিপিএলের সিইও হলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সময় লাগত ১-২ মাস: সাকিব
১ বছর আগে