গুরুতর দগ্ধ
ধামরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে
রাজধানীর ধামরাই উপজেলার একটি বাড়িতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে দুই বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।
মৃত শিশুটির নাম মরিয়ম। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মরিয়ম রাত আড়াইটার দিকে মারা যায়।
অগ্নিদগ্ধ অন্য ব্যক্তিরা হলেন-গার্মেন্টস শ্রমিক মো. মঞ্জুরুল (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫), জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৮)। সবার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা।
ডা. এসএম আইয়ুব হোসেন আরও বলেন, মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ, হোসনার ২৫ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের কুমরাল গ্রামের বাসিন্দা জোসনা তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন দগ্ধ
১ বছর আগে