ড. এ কে আব্দুল মোমেন
‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত তাদের বাংলাদেশের ইতিহাস পড়া উচিত’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তিতে আছেন, তাদের বাংলাদেশের ইতিহাস পড়া উচিত।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। আমরা অবশ্যই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাব। আমাদের লুকানোর কিছু নেই।
আরও পড়ুন: শেখ হাসিনার সাহস, আন্তরিকতা, দৃঢ় ইচ্ছা মেট্রোরেল বাস্তবায়নে সহায়তা করেছে: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার সিলেট বিমানবন্দরে ই-গেট উদ্বোধনের পর তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, তাদেরেএ বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে এবং তাদের আমাদের ইতিহাস জানতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নির্বাচন খুবই অংশগ্রহণমূলক। সেখানে উৎসাহ ও আনন্দ আছে। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই এ দেশ সৃষ্টি হয়েছে।’
মোমেন আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক মানবিক মর্যাদা রাখার জন্য লড়াই করেছে।
মোমেন বলেন, বাংলাদেশিরা মানবিক মর্যাদা সমুন্নত রাখার জন্য লড়াই করেছে এবং এই নীতিগুলো প্রতিটি নাগরিকের মধ্যে গভীরভাবে রয়েছে।
মন্ত্রী বলেন, ‘অন্যদের আমাদের প্রেসক্রিপশন দেয়ার দরকার নেই। আমরা একটি প্রতিজ্ঞা করেছি। আমাদের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক।’
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তাদের সবাইকে নিয়ে সরকার নির্বাচন চায়।
আরও পড়ুন: বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত: পররাষ্ট্রমন্ত্রী
আগামী নির্বাচন নিয়ে চিন্তিত নই; যথাসময়ে অনুষ্ঠিত হবে: পররাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে