নাইক্ষ্যংছড়ি
বিজিবি-মাদক কারবারির গোলাগুলি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (৩ জুন) ভোর ৫টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ভালুখাইয়া বিওপির এলাকার গর্জনিয়ার মরিচ্যাচর রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সরিয়ে নেওয়া হচ্ছে শাহবাগ থানা
বিজিবি জানিয়েছে, অভিযান চালিয়ে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট ও ২০ হাজার ইয়াবা পিস জব্দ করেছে বিজিবি। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে দেড়শ’ থেকে ২০০ জন মাদককারবারি বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
চোরাকারবারীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার জন্য বিজিবি পাল্টা গুলি ছুঁড়ে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও মাদককারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ সময় ইয়াবা ও বার্মিজ সিগারেট জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: আপিল বিভাগ
টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিআরএফ প্রণয়ন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
৫ মাস আগে
নাইক্ষ্যংছড়ি থেকে আরপিজি উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ধানখেত থেকে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তুমব্রু পশ্চিমকুল বিজিবি ক্যাম্পের কাছে ধানখেতে কাজ করার সময় তারা আরপিজিটি দেখতে পান। পরে তারা প্রশাসনকে জানান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরপিজিটি হেফাজতে নেয়।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন শুরু, বিকালে যৌতুকবিহীন বিয়ে
স্থানীয়দের সন্দেহ, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরপিজি ফেলে চলে যেতে পারে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ঘুমধুম সীমান্তে বাংলাদেশ অংশে একটি নির্মাণাধীন জায়গায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে বিস্ফোরিত হলে বাংলাদেশে দুইজন নিহত হন।
মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের মধ্যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশে এপর্যন্ত তিন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্ক টেকনাফে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত
৯ মাস আগে
বান্দরবানের ঘুমধুমে মর্টারশেলের আঘাতে নিহত ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি বাড়ির উপর মর্টারশেল আঘাত হানে। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলীতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বান্দরবানের চিম্বুক পাহাড় ভ্রমণ: বাংলার দার্জিলিং যাওয়ার উপায় ও খরচের বৃত্তান্ত
নিহতদের একজন হলেন, বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫০)। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।
জলপাইতলী ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে।
বান্দরবানের লামা সার্কেলের এএসপি মো. নুরুল আনোয়ার জানান, দুইজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন, তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা, বান্দরবানে ৭ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
বান্দরবানের বাকলাই জলপ্রপাত ভ্রমণ: বাংলাদেশের অন্যতম সুউচ্চ ঝর্ণায় যাবার উপায় ও খরচ
৯ মাস আগে
বান্দরবানে অস্ত্র ও বিস্ফোরকসহ নতুন জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া'র সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিটিটিসির একটি দল রবিবার নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের আটক করে।
আরও পড়ুন: জগন্নাথপুরে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ
গ্রেপ্তারদের মধ্যে জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারীও রয়েছে।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
গত বছরের ১০ অক্টোবর থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জেলায় লুকিয়ে থাকা চরমপন্থী ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলায় দুই শিশুসহ নিহত ৪: পুলিশ
রাজধানীতে আল কায়েদা অনুপ্রাণিত ৬ জঙ্গি গ্রেপ্তার: সিটিটিসি
১ বছর আগে