কালের কণ্ঠ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলা; প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ২টার দিকে একদল লোক হকিস্টিক নিয়ে জোর করে প্রধান ফটক খুলে অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে ওই গ্রুপের একটি সংবাদমাধ্যমের সাংবাদিক জানান।
দুর্বৃত্তরা ক্যাপিটাল রেডিওর অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তারা টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওর অফিস রয়েছে।
এছাড়াও অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
হামলাকারীদের অধিকাংশই মাস্ক পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওই সাংবাদিক।
৪ মাস আগে
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
দৈনিক কালের কণ্ঠের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কালের কণ্ঠ পরিবারকে এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের বিপজ্জনক ধারা নিয়ে ডিআরইউ’র উদ্বেগ
নেতারা বলেন, দৈনিক কালের কণ্ঠ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।
নেতারা আরও বলেন, প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন।
আরও পড়ুন: ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
১১ মাস আগে
কেক কেটে কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু
দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পা রাখলো দৈনিকটি।
সোমবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার সম্মেলনকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। একইসঙ্গে তিনি কালের কণ্ঠ অনলাইন ভার্সনের নতুন সংস্করণ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক, জনপ্রিয় কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (প্রেস ও মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।
কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারিতে পথচলা শুরু হয়েছিল কালের কণ্ঠের।
আরও পড়ুন: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইউএনবির প্রতিনিধি মো. আরজু
ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক
১ বছর আগে