পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে: আইজিপি
ঈদের ছুটি চলাকালে ঢাকায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। তাই কেউ বিপদে পড়লে আমাদের কন্ট্রোল রুমের নম্বরে জানান অথবা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ: আইজিপি
আইজিপি আরও বলেন, 'ফাঁকা ঢাকায় ডাকাতি, যানজটের সব বিষয় বিবেচনায় নিয়ে আমরা আগের বছরগুলোতে যে ব্যবস্থা নিয়েছি, এবারও একই ব্যবস্থা নেব।’
জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এমনভাবে ভ্রমণ করুন যাতে আপনাকে কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হতে না হয়। আমি সব যাত্রীদের এটাই অনুরোধ করছি।’
আরও পড়ুন: কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না: আইজিপি
তিনি বলেন, এবার ঈদের ছুটি দীর্ঘ সময়ের হতে পারে। বিভিন্ন স্থানের পাশাপাশি সব বিনোদন স্পটের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্ল্যাক টিকিট বাজারজাতকরণের সঙ্গে সহজডটকমের সম্পৃক্ততার বিষয়ে আইজিপি বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিই। যাত্রীদের হয়রানির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নিন : আইজিপি
৮ মাস আগে
সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ: আইজিপি
ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (১৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরিতে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যাতে মুসল্লিদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।
যানজটের বিষয়ে আইজিপি বলেন, রোজার সময় যানজট নিরসনে ডিএমপি কমিশনার নিজেই রাস্তায় ইফতার করেন। ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মাদকের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতির কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, পুলিশের কোনো সদস্য মাদক সংক্রান্ত ঘটনায় জড়িত থাকলেও 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হচ্ছে।
এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
৯ মাস আগে
সিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই: সিলেটে আইজিপি
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোনো নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন।
মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর মা-বাবার কবরও জিয়ারত করেন তিনি।
সিটি নির্বাচন নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা এর আগে অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন দীর্ঘদিন ধরে করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি।’
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।’
এ সময় আইজিপির সঙ্গে সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি নির্বাচনের আগ মুহূর্তে তিন দিনের সফরে ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন সিলেট ও রাজশাহী সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
১ বছর আগে
আইজিপি আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগের মেয়াদ দেড় বছরের জন্য বাড়িয়েছে সরকার।
সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুল্লাহ’র নতুন মেয়াদ ২০২৩ সালের ১২ জানুয়ারি শুরু হবে এবং ২০২৪ সালের ১১ জুলাই মেয়াদ শেষ হবে অথবা যোগদানের তারিখ থেকে দেড় বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন।
আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আইজিপি
আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরানো হলো চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে
১ বছর আগে