ন্যায্য মূল্য
রমজানে ঢাকায় ন্যায্য মূল্যে ট্রাকে করে মাংস ও ডিম বিক্রি হবে
পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে ট্রাকে করে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি করবে।
ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস ৬০০ টাকা, ছাগল/খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি ২৮০ টাকা ও ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: রমজানে পণ্যের অবৈধ মজুদ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য, প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুর রহমান বলেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এই মোবাইল ভেন্ডিং প্রোগ্রাম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩০টি স্পটে পণ্য বিক্রি করা হবে। এটি সরকারের একটি অন্তর্বর্তীকালীন উদ্যোগ। ১০ মার্চ উদ্বোধন করা হবে এবং ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার ৩০টি স্থানে ট্রাকে বিক্রয় কার্যক্রম চলবে। সামর্থ্য অনুযায়ী আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করা হবে এ কর্মসূচি।
আরও পড়ুন: রমজানে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী
রমজানে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
৮ মাস আগে
দেশজুড়ে এক কোটি নিম্ন-আয়ের পরিবারের কাছে টিসিবি’র পণ্য বিক্রি শুরু আজ
রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ (১০ জানুয়ারি) থেকে সারাদেশে এক কোটি নিম্ন-আয়ের পরিবারের জন্য ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি শুরু করবে।
ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে প্রায় কার্ডধারী এক কোটি পরিবার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে।
একটি কার্ডের বিপরীতে কেজি প্রতি ৬০ টাকায় চিনি, কেজি প্রতি ৭০ টাকায় মসুর ডাল ও লিটার প্রতি ১১০ টাকায় সয়াবিন তেল যথাক্রমে সর্বোচ্চ এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কেনা যাবে।
কার্ডধারীরা টিসিবির স্থানীয় পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য কিনতে পারবেন।
আরও পড়ুন: ১ কোটি নিম্নআয়ের পরিবারের জন্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি
ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি
১ বছর আগে