সাড়ে ৩ কেজি স্বর্ণ
বেনাপোল সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ
যশোরের বেনাপোলে ভারত সীমান্তের ইছামতী নদীর তীরে কাঁদার ভেতর থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় অভিযুক্ত পাচারকারী ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান অবস্থান করছে।
১ বছর আগে