শ্রমিক নিহতের গুজব
গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৪ বাসে আগুন
গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তার সহকর্মীরা চারটি বাসে আগুন দিয়েছে এবং বেশ কয়েকটি ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছয়দানা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি দ্রুতগামী বাস এক বৃদ্ধা নারী ও তার নাতিকে ধাক্কা দিলে তারা আহত হন। এরপর ওই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে বাসচাপায় এক পোশাক শ্রমিক মারা গেছে।
এ খবরে ক্ষুব্ধ শ্রমিকরা চারটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি ভাংচুর করে, যার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
খুলনায় ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে, চলছে নির্বাপণ
১ বছর আগে