নির্বাহী বোর্ড
জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মুহিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ সংস্থার নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সংস্থা তিনটি হচ্ছে- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএফপিএ) ও প্রকল্প পরিষেবার জন্য জাতিসংঘের অফিস (ইউএনওপিএস)।
এটি বাংলাদেশকে বোর্ডের অন্যান্য সদস্য ও জাতিসংঘের এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং তাদের কাজের জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম করবে।
মঙ্গলবার কেনিয়ার রাষ্ট্রদূত বোর্ডের সভাপতি নির্বাচিত হন। অন্য সহ-সভাপতিরা হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বাংলাদেশ ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ছে: রাষ্ট্রদূত মুহিত
রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গত বছর ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস’র টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেয়ার জন্য নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে।
ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ওপর প্রাথমিক ফোকাসসহ জাতিসংঘের বৃহত্তম সংস্থা।
ইউএনএফপিএ জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করে। অন্যদিকে ইউএনওপিএস শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়গুলো নিয়ে কাজ করে।
আরও পড়ুন: ভিয়েনায় এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতি হলেন রাষ্ট্রদূত মুহিত
শান্তি বিনির্মাণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিরাপত্তা পরিষদকে ব্রিফ করলেন রাষ্ট্রদূত মুহিত
১ বছর আগে