রিহানা
অস্কার ২০২৩: আয়োজনে সেরা পোশাক পরা সেলিব্রেটিরা
একাডেমি পুরস্কার (অস্কার) বিজয়ীদের নাম ঘোষণার রাতটি হলিউডের সবচেয়ে আকাঙ্খিত রাত। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় সেলিব্রেটিরা এ রাতে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তাদের রূপ-মাধূর্য আর ফ্যাশনেবল পোশাকের দ্যুতি ছড়ান। গাউন থেকে শুরু করে ভিনটেজ গয়নায় ঝলমলে হয়ে রাতের ডলবি থিয়েটার।
দীপিকা পাড়ুকোন থেকে মিশেল ইয়োহ, রিহানা থেকে লেডি গাগা... কারও দিক থেকেই চোখ ফেরানো যায়নি।
ভারতয়ি গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদন থেকে আসুন ৯৫তম একাডেমি পুরস্কার (অস্কার) বিতরণী আয়োজনে নজরকাড়া কিছু সেলিব্রেটির লুকবুক বিশ্লেষণ করা যাক।
আরও পড়ুন: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
১ বছর আগে
জন্মদিনে রিহানার কিছু আইকনিক গান ফিরে দেখা
নিঃসন্দেহে রিহানাকে পপ সম্রাজ্ঞী বলাই চলে। পপ, আরএন্ডবি, ডান্সহল, ইডিএম ও অ্যাডাল্ট-অর্থাৎ, সমসাময়িক প্রায় সব ধরনের সংগীতের নিখুঁত মিশ্রণ তিনি।
'ডায়মন্ড'খ্যাত এই গায়িকা ২০০০ এর দশকের গোড়ার দিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।
তিনি তার ‘পন দে রিপ্লে’- গান দিয়ে প্রথমবার বিশ্ববাসীর নজর কেড়েছিলেন।
তারপর থেকে একে একে তার গান একের পর এক রেকর্ড করেছে।
তার ‘গুড গার্ল গন ব্যাড', 'রেটেড আর', 'লাউড', 'টক দ্যাট টক', 'অনাপোলোজেটিক' ও সর্বশেষ সংস্করণ 'এন্টি' দিনের পর দিন বিলবোর্ড চার্টের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
তিনি শুধু একজন গায়িকাই নন; একাধারে ফ্যাশন আইকন, সফল ব্যবসায়ী এবং মানবাধিকার ইস্যুতে বরাবরাই সক্রিয় মানুষ।
রিহানা ও তার পার্টনার অ্যাসাপ রকি তাদের দ্বিতীয় সন্তান আসার দিন গুনছেন। কিংবদন্তী এই গায়িকার বয়স আজ ৩৪ বছর পূর্ণ হচ্ছে।
তার দুর্দান্ত হিট কিছু গানের কথা স্মরণ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
আরও পড়ুন: রিল থেকে রিয়েল: সিনেমার সেট থেকে দম্পতি হওয়া বলিউড তারকারা
১ বছর আগে
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩: রেড কার্পেটে ঝড় তুললেন যারা
লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে বসেছিল এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর আসর। যেখানে বিশ্বের নামীদামী তারকারা এ পুরস্কারের ৮০তম সংস্করণে অংশ নিতে জড়ো হয়েছিলেন।
স্টুডিও ও সেলিব্রিটিদের বয়কটের কারণে এক বছর বন্ধ থাকার পর মঙ্গলবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান তার চিরাচরিত স্টাইলে উদযাপিত হয়।
এ অনুষ্ঠানটি শুধুমাত্র আগামী অস্কার কে জিতবে সেজন্যই নয়, বছরের ফ্যাশন ট্রেন্ড নির্ধারণেও ভূমিকা রাখে।
সেলেনা গোমেজের নাটকীয় ভ্যালেন্টিনো গাউন থেকে শুরু করে জ্যামি লি কার্টিসের স্ট্র্যাপলেস জাম্পসুট, রিহানার কাস্টম কালো মখমল শিয়াপারেলি ক্যুচার গাউন, লিজা কোশি ও অভিনেতা পেইজ বুচারের লেসের পোশাক, ল্যাভার্ন কক্স এর ভিনটেজ জন গ্যালিয়ানো গাউন, জুলিয়া গার্নার হালকা গোলাপী রঙের পোশাক, লিলি জেমস ও মনিকা বারবারোর লাল গাউন সকলের নজর কাড়ে।
এছাড়াও এডি রেডমায়ের টাক্সেডোতে লাগানো বিশাল সিল্ক ফুল থেকে শুরু করে ব্যারি কেওগানের পাউডার ব্লু লুই ভিটন স্যুট এবং রিস ফেল্ডম্যানের প্লিটেড স্কার্ট ও জোশ রিচার্ডস এর পিনস্ট্রাইপ স্যুট নিয়েও কম আলোচনা হয়নি।
তবে খ্রিস্টান সিরিয়ানো টাক্সেডো গাউনে সন্ধ্যার অন্যতম আর্কষণে পরিণত হন বিলি পোর্টার।
এবারের গোল্ডেন গ্লোব সন্ধ্যার সেরা রেড কার্পেট লুক হলো-
১ বছর আগে