পাকিস্তান হাইকমিশন
ঢাকার আপত্তির মুখে বিকৃত ছবি সরাল পাকিস্তান হাইকমিশন
ঢাকার আপত্তির মুখে বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃত সংস্করণ ব্যবহার করা ছবিটি ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কভার ফটো থেকে সরিয়ে নিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি জানানোর একদিন পর রবিবার পাকিস্তান হাইকমিশন কভার ফটোটি সরিয়ে নেয়।
ডি-৮ এর মন্ত্রী পরিষদের ২০তম অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন,বাংলাদেশের পতাকার সঙ্গে জড়িয়ে পাকিস্তানের পতাকার যে ছবি ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে ব্যবহার করেছে তা তাদের (ঢাকা) পছন্দ হয়নি।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তারা (পাকিস্তান) বিভিন্ন মিশনের পেজে আরও কয়েকটি দেশের পতাকার ছবি আপলোড করেছে।
আরও পড়ুন: কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করে: পররাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে তিনি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের কূটনৈতিক মিশনের কথা উল্লেখ করেন।
মোমেন বলেন, ‘আমরা তাদের (পাকিস্তানকে) বলেছি এটি আমাদের পছন্দ নয়।’
তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ ছবি আপলোড করেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পাকিস্তান, যোগ করেন মোমেন।
শুক্রবার মুক্তিযোদ্ধা মঞ্চ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার বিতর্কিত ছবি পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে।
১২৩১ দিন আগে
টাইগারদের সফরের জন্য পাকিস্তানের ভিসা ইস্যু
পাকিস্তান সফরে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে যথাক্রমে তিনটি টি২০, দুটি টেস্ট ও একটি এক দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
২১৪৭ দিন আগে