৩ মোটরসাইকেল আরোহী
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে গত ১৫ দিনে জকিগঞ্জে বাইক দুর্ঘটনায় সাতজন মারা গেলেন।
আরও পড়ুন: চাঁদপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
নিহতরা হলেন, দেলোয়ার হোসেন (২৫), রেদোয়ান আহমদ (২৬) ও মো. মঞ্জুর আহমদ (৩৮)।
এদের মধ্যে দেওলায়ার উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে। তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী। রেদোয়ান আহমদ একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী। আর মো. মঞ্জুর আহমদ সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। বারঠাকুরী ইটভাটার কাছে সড়কে বন্ধ করে মাটি বহনের জন্য রাখা ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুসহ চারজন মারা যান।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
ভোলায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪টি দোকান
৭ মাস আগে
ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাস পাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস(১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) ও মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)। নিহতরা পরস্পর বন্ধু বলে জানা যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।
তিনি বলেন, দ্রুতগামী কোনো বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এর পরপরই এলাকাবাসী ওই তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পরের বন্ধু। তাদের মধ্যে হুসাইন সরদার স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কৈয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়টোলায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলেন-রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২২), মিতুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১) এবং সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩৫)।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে শাকিল ও রাকিব মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদরে যাচ্ছিলেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের কৈয়ারগাছি নামক স্থানে ইটবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তুষার বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২,আহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে