২৫২টি চলচ্চিত্র প্রদর্শন
পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের উৎসব।
শনিবার বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আট দিনে ১০ বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: ঢাকা লিট ফেস্টে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’
উৎসবের এবারের ভেন্যু হিসেবে থাকছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শীত হয় ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।
এছাড়া ১৫ জানুয়ারি বিকাল ৫টায় প্রিমিয়ার হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টিফাইভ’।
২০২২ সালের ডিসেম্বরে ইরানের সিনেমা-ভেরিটে চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
ঢাকা আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে।
যেই তালিকায় রয়েছে- হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপুণ্য, সাঁতাও ও দেশান্তরসহ বেশ কিছু আলোচিত সিনেমা।
এছাড়া বিভিন্ন বিভাগে প্রদর্শীত হবে- ‘ওরা ৭ জন’, প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’ কলকাতা থেকে ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’সহ আরও অনেক চলচ্চিত্র।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩: রেড কার্পেটে ঝড় তুললেন যারা
‘নাসেক নাসেক’ দিয়ে শেষ হলো দশম ঢাকা লিট ফেস্ট
১ বছর আগে