বিদ্যুৎপৃষ্ট
গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদ আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাজেদ আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদ আহমদ ওইদিন সন্ধ্যায় করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে মিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
১ বছর আগে
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে মাদরাসার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাদেকুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার হাসান আলীর ছেলে । তিনি খাপাড়া পাটোয়ারী এলাকায় বসবাস করেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেট এলাকায় ফিরোজ খান টাওয়ারের ৮ তলা ভবনে মারকাজুল কুরআন ও সুন্নাহ ব্যানার লাগাতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী বলেন, কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে
কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভবনে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জ থানাধীন রিভারভিউ আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় সাজু আহমেদ (২৪) বিদ্যুৎপৃষ্ট।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানায়, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শনিবার রাত ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।ি
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু
১ বছর আগে