মোস্তাকিম
চমেকে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ: গ্রেপ্তার মোস্তাকিম জামিন পেলেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চলাকালে গ্রেপ্তার হওয়া রোগীর সন্তান মো. মোস্তাকিম জামিন পেয়েছেন।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: দরিদ্রদের জন্য কিডনি ডায়ালাইসিস ব্যয় কমান: আলোচনায় বক্তারা
তবে জামিন শুনানীকালে আদালতে মোস্তাকিমকে হাজির করা হয়নি।
আদালতে রবিবার শুনানীকালে মুস্তাকিমের পক্ষে জামিনের আবেদন করেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট জিয়া হাবিব ও তার প্যানেল আইনজীবীরা।
এর আগে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও তার পক্ষে আইনজীবি নিয়োগ দেয়া হয়।
মানবাধিকার আইনজীবি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান মো. মুস্তাকিমের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
১ বছর আগে