ইঞ্জিনিয়ার মোশাররফ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার
সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, রবিবার গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকা থেকে মোশাররফকে গ্রেপ্তার করে।
৩ সপ্তাহ আগে
ইঞ্জিনিয়ার মোশাররফকে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি পদ থেকে অপসারণ
সাবেক এলজিআরডি মন্ত্রী ও ফরিদপুর-৩ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংসদীয় পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান করা হয়েছে।
আরও পড়ুন: সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণ বাধ্য করবে: খন্দকার মোশাররফ
রবিবার সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।
দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করা খন্দকার মোশাররফ হোসেন সংসদে অনুপস্থিত।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংসদে তার অনুপস্থিতির কারণে কোনো বৈঠক করতে পারেনি।
সংসদীয় সংস্থাটি ২০২২ সালে মাত্র দুটি বৈঠক করেছে।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, একটি সংসদীয় সংস্থার প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা।
কিন্তু গত ১০ মাসে সংসদীয় কমিটি কোনো বৈঠক করেনি।
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশ লুটপাট, ভাংচুর করেছে: খন্দকার মোশাররফ
বিএনপির সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান খন্দকার মোশাররফের
১ বছর আগে