বিপদমুক্ত নয়
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাহত এসআই বিপদমুক্ত নয়: চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে আহত পুলিশ উপপরিদর্শক (এসআই) এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআইয়ের মৃত্যু
তিনি জানান, নিহতের বুকে, বাম হাতের নিচে ও হাতে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তাকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছিল এবং তিনি এখনও বিপদমুক্ত নন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত আহত উপপরিদর্শক আতিকুল্লাহকে রবিবার রাত সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় র্যাবের একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার দুপুরের দিকে বেহাইর গ্রামে সাইদুল ইসলাম নামে এক মানসিক প্রতিবন্ধী তার মা-বাবাকে ঘরে বন্দি করে আগুন দিতে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তাকে আটক করতে গেলে হামলার শিকার হন উপপরিদর্শক আতিকুল্লাহ।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে চিকিৎসক।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
পিকআপভ্যানের চাপায় ডেমরা থানার এসআই নিহত
১ বছর আগে