বিপদমুক্ত নয়
গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও বাংলাদেশে গণতন্ত্র এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বন্দর নগরী চট্টগ্রামের জে এম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক বলেন, ‘স্বৈরাচার চলে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার নানা অপচেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ঝুঁকিমুক্ত হতে পারে না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে সনাতনীরা রাজনৈতিকভাবে শোষিত হয়ে আসছে। কিন্তু, এখন তারা এটা বুঝতে পেরেছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়তে সবার সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন এবং বিভিন্ন মঠ ও মন্দিরের অন্যান্য সন্ন্যাসী ও পুরোহিতরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: তারেক রহমান
৬৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাহত এসআই বিপদমুক্ত নয়: চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে আহত পুলিশ উপপরিদর্শক (এসআই) এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআইয়ের মৃত্যু
তিনি জানান, নিহতের বুকে, বাম হাতের নিচে ও হাতে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তাকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছিল এবং তিনি এখনও বিপদমুক্ত নন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত আহত উপপরিদর্শক আতিকুল্লাহকে রবিবার রাত সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় র্যাবের একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার দুপুরের দিকে বেহাইর গ্রামে সাইদুল ইসলাম নামে এক মানসিক প্রতিবন্ধী তার মা-বাবাকে ঘরে বন্দি করে আগুন দিতে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তাকে আটক করতে গেলে হামলার শিকার হন উপপরিদর্শক আতিকুল্লাহ।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে চিকিৎসক।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
পিকআপভ্যানের চাপায় ডেমরা থানার এসআই নিহত
৮৩৯ দিন আগে