প্রার্থি
ঢাকা-১৭ উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে ডিজিটাল কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বৃহস্পতিবার ঢাকা-১৭ উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
জাকের পার্টির প্রার্থী কাজী মো. রশিদুল হাসানও প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আপিল শুনানির পর হিরো আলমসহ দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।
তিনি বলেন, এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী- তরিকুল ইসলাম ভূঁইয়া ও আসাদুজ্জামান জালাল- শুনানিতে তাদের প্রার্থিতা ফেরত পাননি।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: হিরো আলমসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আগামী রবিবার এ সংক্রান্ত গেজেট জারি করা হবে বলে ইসি কর্মকর্তা জানান।
ঢাকা-১৭ উপনির্বাচনে হিরো আলমসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৫ জন ইচ্ছুক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং তাদের মধ্যে সাতজনকে বৈধ ঘোষণা করা হয় এবং বাকিদের বাতিল করা হয়।
গত ১৫ মে কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে আসনটি শূন্য হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ জুন। নির্বাচন হবে ১৭ জুলাই।
আরও পড়ুন: আরাভের সন্ধান পেতে ডিবিকে সাহায্য করতে প্রস্তুত হিরো আলম
১ বছর আগে
উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট
বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) হিরো আলমের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াররুল ইসলাম এই রিট আবেদন করেন।
আরও পড়ুন: বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন: হিরো আলমসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন।
গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এরপর হিরো আলম মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলও গত ১২ জানুয়ারি খারিজ করেন নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা ফিরে পেতে আজ হাইকোর্টে রিট করলেন হিরো আলম।
আরও পড়ুন: বগুড়ায় দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন সংগ্রহ
হিরো আলম: আসল ঝামেলাটা কি গান না শ্রেণি?
১ বছর আগে