চট্টগ্রাম ফায়ার সার্ভিস
চট্টগ্রামে হেলে পড়ল ৪ তলা ভবন
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি চার তলা পুরাতন ভবন হেলে পড়েছে। ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় সেখানে থাকা লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত
স্থানীয়রা জানান, স্টেশনে প্রবেশ পথের ডান যান পাশে খালের পাশে অবস্থিত জনৈক বাপ্পি আহমেদের মালিকানাধীন ভবনটি ক্রমান্বয়ে হেলে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।
ভবনের মালিক বাপ্পি আহাম্মেদ জানান, কয়েকদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ছিলো। মঙ্গলবার ভবনটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। এর পরপরই বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ইতোমধ্যে ভবনটি পুরোপুরি খালি করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ব্যাপারে করণীয় ঠিক করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল কাদের বলেন, ষোলশহরে একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে আমাদের রেসকিউ টিম রওনা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৪ পা বিশিষ্ট শিশুর জন্ম!
চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
১ বছর আগে