বাংলাদেশের পররাষ্ট্র সচিব
বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের সাক্ষাৎ
ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ানবিষয়ক পরিচালক বার্ট্রান্ড লরথোলারি সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবারের এই সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপু এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের ফলোআপ, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বার্ট্রান্ড ও মাসুদ বিমান চলাচল, মহাকাশ ও মহাকাশ প্রযুক্তি, সাংস্কৃতিক সহযোগিতা ও প্রত্নতত্ত্বে সহযোগিতা, জিএসপি+, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, ইউক্রেনের যুদ্ধ, ইন্দো-প্রশান্ত মহাসাগরে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়েও কথা বলেছেন।
বার্ট্রান্ড বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনার সহ-সভাপতি করতে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি
ইন্দো-প্যাসিফিক: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে চায় ফ্রান্স
১ বছর আগে