ফোনে কথা বলতে বলতে
মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী তুহিন (২৫) রংপুর জেলা সদরের খুটু চাম্পাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। এছাড়া তিনি কড্ডার মোড় এলাকায় রবি মোবাইল ফোন টাওয়ারে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ বাজার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২১ জানুয়ারি) দুপুর পৌণে ১টার দিকে হযরত আলী মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন মৃত আলী তুহিন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে উল্লেখিত স্টেশনের সন্নিকটে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
১ বছর আগে