সাংবাদিক বিপ্লব জামান
মিরপুরের বাসা থেকে সাংবাদিক বিপ্লবের লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরের একটি বাসায় দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নিউজ কনসালটেন্ট ও ইউএনবির সাবেক সিনিয়র সাব-এডিটর বিপ্লব জামানের মরদেহ শনিবার সন্ধ্যায় পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (মিরপুর জোন) উপ-কমিশনার মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট পল্লবীর ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, দরজা ভেঙে তার ফ্ল্যাটে ঢুকে বারান্দায় আমরা লাশ দেখতে পাই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জসিম বলেন, ‘আমরা সন্দেহ করছি কিছু দিন আগে সাংবাদিক বিপ্লব মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিপ্লব জামানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
বিপ্লব গত দুই বছর ধরে ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তিনি সাবেক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আরও পড়ুন: সাংবাদিক আবদুর রহমান খান আর নেই
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পরোপকারী বরিশালের সাংবাদিক মাসুদ
১ বছর আগে