টিলা
সিলেটে টিলা ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু
সিলেটে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।
অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।
আরও পড়ুন: সিলেটে ছাদে ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু
খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলার মাটি ধসে ঘুমন্ত শিশু অর্চনাকে চাপা দিলে সে মারা যায়। স্থানীয়রা মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করে। তবে এ সময় শিশু অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘরের মধ্যে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
এছাড়াও, পাহাড়-টিলার নিকট ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
আরও পড়ুন: কুমিল্লায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
১ বছর আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় পাওয়ার টিলার চালক নিহত
নাটোরের লালপুরে পাওয়ার টিলারের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে অপর একজন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে লালপুর উপজেলার গোপালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন- পাওয়ার টিলার চালক আমিরুল সরকার(৩৬) এবং আহত হয়েছেন চালকের সহকারী আসলাম(৩৭)।
দুর্ঘটনার পর আসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে