রাষ্ট্রীয় গণমাধ্যম
সিরিয়ার আলেপ্পোয় ভবন ধসে নিহত ১০
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে রবিবার ভোরে একটি ভবন ধসে এক শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন শেখ মাকসুদ পাড়ায় প্রায় ৩০ জন লোক বাসকারী পাঁচতলা ভবনটি রাতারাতি ধসে পড়ে।
কয়েক ডজন দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করেন।
আরও পড়ুন: সিরিয়ার তাঁবু বসতিতে গোলাবর্ষণ, নিহত ৬
সিরিয়ার আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সংবাদ সংস্থা হাওয়ার নিউজ জানিয়েছে, সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সিরিয়ার ১১-বছরের সংঘাতের সময় আলেপ্পোর অনেক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারান এবং দেশের ২৩ মিলিয়ন প্রাক-যুদ্ধ জনসংখ্যার অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
যদিও প্রেসিডেন্ট বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার সশস্ত্র বিরোধী দলগুলোর কাছ থেকে আলেপ্পো শহর পুনরুদ্ধার করেছে। শেখ মাকসুদ কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কিছু পাড়ার মধ্যে রয়েছেন।
আলেপ্পো সিরিয়ার বৃহত্তম শহর এবং একসময় এটি বাণিজ্যিক কেন্দ্র ছিল।
আরও পড়ুন: সিরিয়ায় হামলায় নিহত ১০, কুর্দি বাহিনীর হাতে ৫২ জঙ্গি গ্রেপ্তার
কুখ্যাত ফরাসি সিরিয়াল কিলার নেপালের কারাগার থেকে মুক্ত
১ বছর আগে